ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদের নাটক-‘ওস্তাদ আলীচাঁদ বক্স’

প্রকাশিত: ২২:২৮, ২৮ জুন ২০২০

ঈদের নাটক-‘ওস্তাদ আলীচাঁদ বক্স’

সংস্কৃতি ডেস্ক ॥ সম্প্রতি হিমু আকরাম পরিচালিত ‘ওস্তাদ আলীচাঁদ বক্সী’ নামের একটি নাটকের শূটিং শুরু হয় সাভারে। শুক্রবারে শুরু হয়ে দুইদিন ধরে চলে নাটকটির শূটিং। ঈদকে কেন্দ্র করে নির্মিত এই নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন মীর সাব্বির ও ফারিয়া শাহরিন। নাটকটিতে আরও রয়েছেন ভাই-ব্রাদারের ইসতিয়াক আহমেদ রুমেল। নাটকটি পরিচালনার পাশাপাশি এটি রচনাও করেছেন হিমু আকরাম। একজন ট্রাক ড্রাইভার ও ভিভিআইপির মেয়েকে নিয়ে নাটকটির গল্প এগিয়েছে। নির্মাতা বলেন, ‘এই লকডাউনের মধ্যে শূটিং করিনি। সবাই আতঙ্কে ছিল। এরপর স্বাস্থ্যবিধি মেনে শূটিং শুরু করার ঘোষণা হলে শূটিং শুরু করেছি। তবে পুরোপুরি সব স্বাস্থ্যবিধির নিয়ম মেনে। শূটিং শুরুর পূর্বে সবাইকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ক্লিন করা হয়েছে। শূটিং ইউনিটের সবার জন্য মাস্ক ও গ্লাবস পড়া বাধ্যতামূলক করা হয়েছে। তাপমাত্রাও মাপা হয়েছে। সব মিলিয়ে যত্ন নিয়েই কাজটি শেষ করেছি। গল্পে টুইস্ট রয়েছে। সবার ভাল লাগবে।’ ফারিয়া বলেন, ‘নির্মাতারা শূটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রেখেছিলেন। আর নাটকটিতে কোন রোমান্টিক দৃশ্য ছিল না। এদিক থেকে নিরাপদ ছিলাম। এছাড়া ওয়ানটাইম গ্লাসে পানি খেয়েছি আর মেকআপ নিজেই করেছি।’ মীর সাব্বিরও স্বাস্থ্যবিধি মেনে নাটকটি করতে পারায় খুবই সন্তুষ্ট। জানা যায়, ঈদে নাটকটি দেখা যাবে আরটিভির পর্দায়।
×