ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে করোনায় নতুন আরো ৩৬ জনসহ আক্রান্ত ৬৬৬

প্রকাশিত: ১৭:৫২, ২৭ জুন ২০২০

মাদারীপুরে করোনায় নতুন আরো ৩৬ জনসহ আক্রান্ত ৬৬৬

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে নতুন আরো ৩৬জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ১৮জন, শিবচরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ব্যাংকারসহ ১২জন, রাজৈরে ৪জন ও কালকিনিতে ২জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৬৬ জনে। গত ২৪ ঘন্টায় করোনার কোনো রোগী সুস্থ হওয়ার সংবাদ পাওয়া যায়নি। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১৯৩ জন। জেলা থেকে সর্বশেষ ৯৭ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। নতুন আক্রান্তসহ ৪৬৪ জন হাসপাতালের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৭ ও ১৮ জুনের সম্পূর্ণ ও ২০ জুনের আংশিকসহ প্রেরিত সর্বশেষ ২৯৪জনের নমুনার ফলাফল আসে স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ৩৬জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। বাকীগুলো নেগেটিভ এসেছে। আজ শনিবার বিকেল ৫টা পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৬৬জনে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ। এদিকে জেলা থেকে প্রেরিত নমুনার ফলাফল পেতে ৮/১০ দিন সময় অতিবাহিত হওয়ায় জেলার রেডজোনসহ সর্বত্র করোনা সংক্রমনের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
×