ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মির্জাপুরে ৩ দিনে করোনা আক্রান্ত ৪৮ জন

প্রকাশিত: ১৪:২৩, ২৭ জুন ২০২০

মির্জাপুরে ৩ দিনে করোনা আক্রান্ত ৪৮ জন

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে কড়া নজরদারীর মধ্যে লকডাউন চললেও করোনার সংক্রমণের মাত্রা কোন ক্রমেই থামছেনা। দিনকে দিন সংক্রমণের মাত্রা বেড়েই চলছে। গত তিনদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৪৮ জন। দ্বিতীয় দফায় ঘোষিত রেড জোন হিসেবে চিহ্নিত পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এই লকডাউনে প্রশাসনের নজরদারী রয়েছে ব্যাপক কড়াকড়ি। আজ শনিবারও এই কড়াকড়ি অব্যাহত রয়েছে। সংক্রমণ প্রতিরোধে স্থানীয় প্রশাসন শুধু দোকানপাট নয়, কাঁচা বাজারসহ শুক্রবার মির্জাপুরের সপ্তাহিক হাটও বন্ধ করে দেয়। করোনা আক্রান্তের সংখ্যা অস্বাভাবি হারে বৃদ্ধি পাওয়ায় মির্জাপুর প্রশাসন সংক্রমণ প্রতিরোধে নড়েচরে বসে। এছাড়া লকডাউন বলবত এলাকায় প্রশাসন থেকে দেয়া হচ্ছে খাদ্য সহায়তা। এদিকে গত তিনদিনে মির্জাপুরে নতুন করে ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে বৃহস্পতিবার ২০ জন, শুক্রবার ১০ জন এবং সর্বশেষ শনিবার আক্রান্ত হয় ১৮ জন। এনিয়ে মির্জাপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১শ ৭৩ জনে। ইতিমধ্যে মির্জাপুরে করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এ তথ্য জানিয়েছেন। শনিবার নতুন ১৮ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন হোমিও ডাক্তার দুই পুলিশ সদস্য এবং এক পরিবারের চার সদস্য রয়েছেন। এদিকে মির্জাপুরে করোনা আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধির পাওয়ায় গত ১৬ জুন থেকে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডেকে (প্রধান শহর) রেড জোন চিহ্নিত করে ২৫ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। আক্রান্তের সংখ্যা অধিক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় প্রশাসন লকডাউনের সময় সীমা আগামী ২ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধ করতে আমরা প্রশাসন থেকে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই দুঃসময়ে বিশেষ করে লকডাউন চলাকালে সকলস্তরের মানুষকে সহযোগিতা করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া লকডাউন এলাকায় মির্জাপুর পৌরসভায় সাড়ে পাঁচ শতাধিক নিম্ন আয়ের পরিবারে খাদ্য সহায়তা দিচ্ছেন বলে তিনি জানান।
×