ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইসক্রিমের দোকানে ট্রুডো

প্রকাশিত: ২২:২২, ২৭ জুন ২০২০

আইসক্রিমের দোকানে ট্রুডো

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনা। তবে কঠোর বিধিনিষেধ মেনে চলার কারণে অনেক দেশ এরই মধ্যে সুফল পেতে শুরু করেছে। সেখানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। যেসব দেশে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে সেসব দেশে লকডাউন কিছুটা শিথিল করে স্বাভাবিক কাজকর্মে ফিরছে মানুষ। কানাডাতে লকডাউন শিথিল হয়েছে। ফলে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। এমন পরিস্থিতিতে নিজের ছেলেকে নিয়ে কিছুটা সময় বাইরে কাটালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একটি আইসক্রিমের দোকানে গিয়ে ছেলেকে নিয়ে আইসক্রিম কিনেছেন তিনি। এর পরই বাবা-ছেলে মিলে আইসক্রিম খেয়েছেন। তবে বাইরে বের হলেও যথেষ্ট নিয়মকানুন মেনে চলতে দেখা গেছে ট্রুডোকে। ছেলেসহ তিনি মাস্ক পরেই কুইবেক প্রদেশের গাতিনিউয়ের একটি আইসক্রিমের দোকানে গেছেন। ট্রুডোর ছেলে হাড্রিয়েনের বয়স ছয় বছর। বাবা-ছেলে চকোলেট ফ্লেভারের আইসক্রিম দারুণ উপভোগ করেছেন। মার্চ মাসের মাঝামাঝি থেকেই কানাডার বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে জরুরী অবস্থা জারি করা হয়। সব স্কুল ও অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। মহামারীর পরিস্থিতি ঠেকাতে সব ধরনের কঠোর বিধিনিষেধ জারি করে কানাডা। এর সুফলও পেয়েছে দেশটি। অনেক শক্তিশালী দেশ যখন করোনার সঙ্গে পেরে উঠছে না তখন কানাডায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। সে কারণেই দেশটি ধীরে ধীরে লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা করছে। -রিপাবলিক ওয়ার্ল্ড
×