ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানের পাইলটদের এক-তৃতীয়াংশ লাইসেন্স ভুয়া !

প্রকাশিত: ১৪:৩২, ২৬ জুন ২০২০

পাকিস্তানের পাইলটদের এক-তৃতীয়াংশ লাইসেন্স ভুয়া !

অনলাইন ডেস্ক ॥ পাকিস্তানের ৩০ শতাংশেরও বেশি বেসামরিক পাইলটের যে লাইসেন্স আছে তা ভুয়া এবং বিমান চালানোর জন্য তারা উপযুক্ত না। বুধবার এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন দেশটির বিমানমন্ত্রী। খবর সিএনএনের সংসদে বিমানমন্ত্রী গোলাম সারওয়ার খান বলেন, দেশের ২৬২ পাইলট পরীক্ষায় নিজেরা অংশ নেননি এবং তাদের আসনে অন্য কাউকে বসান। মন্ত্রী বলেছেন, তাদের বিমান চালানোর কোনো অভিজ্ঞতা নেই। পাকিস্তানের বিমানমন্ত্রীর তথ্যানুযায়ী, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সসহ (পিআইএ) পাকিস্তানের দেশীয় এয়ারলাইন্সগুলোতে ৮৬০ জন পাইলট কর্মরত রয়েছেন। এ বিমান সংস্থাগুলোর কিছু কিছু আন্তর্জাতিক ফ্লাইটও পরিচালনা করে আসছে। ইতোমধ্যে যেসব পাইলটের লাইসেন্স ভুয়া পাওয়া গেছে তাদের বিমান চালানোর ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে পিআইএ। পিআইয়ের মুখপাত্র আব্দুল্লাহ খান বলেন, ভুয়া লাইসেন্স সমস্যাটি শুধু পিআইএ নয়; পাকিস্তানের সব এয়ারলাইন্সগুলোতে এ ধরনের ভুয়া পাইলট রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আন্তর্জাতিক ফ্লাইটও পরিচালনা করেন। গত ২২ মে করাচিতে এক বিমান দুর্ঘটনায় ৯৭ জন আরোহী নিহত হন। তবে দুজন প্রাণে বেঁচে যান। ওই ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন বুধবার সংসদে উপস্থাপন করেন বিমানমন্ত্রী গোলাম সারওয়ার। তদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বিমানটি বিধ্বস্তের সময় পাইলট সহযোগী পাইলটের সঙ্গে করোনা মহামারির আলোচনায় ব্যস্ত ছিলেন।
×