ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নকল হ্যান্ড স্যানিটাইজার কারখানার সন্ধান

প্রকাশিত: ০০:৫৪, ২৬ জুন ২০২০

নকল হ্যান্ড স্যানিটাইজার কারখানার সন্ধান

স্টাফ রিপোর্টার ॥ নকল হ্যান্ড স্যানিটাইজার ও অন্যান্য ভেজাল সুরক্ষা সামগ্রীর বিরুদ্ধে শুরু হয়েছে র‌্যাবের অভিযান। প্রথমদিনেই রাজধানীর রায়েরবাগে অভিযান চালিয়ে এ ধরনের একটি নকল হ্যান্ড স্যানিটাজার কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। পরে কারখানার মালিককে আটক করা হয়। র‌্যাব জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডের বিপরীতে রায়েরবাগ এলাকার একটি ফ্ল্যাটের বেজমেন্টে ভেজাল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানার তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। এ সময় সেখানে সরকারের অনুমতিবিহীন কয়েক হাজার হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী মজুদ দেখতে পায় র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-১০ এর সহযোগিতায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র বসু।
×