ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিস্থিতি স্বাভাবিক হলেই মাঠে গড়াবে ফুটবল ॥ সালাম

প্রকাশিত: ০০:০৬, ২৫ জুন ২০২০

পরিস্থিতি স্বাভাবিক হলেই মাঠে গড়াবে ফুটবল ॥ সালাম

স্পোর্টস রিপোর্টার ॥ করোনার ক্রান্তিকালে দেশের ফুটবল অঙ্গনে স্থবিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্ট অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনটাই মনে করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তারপরও পরিস্থিতি স্বাভাবিক হলেই আবারও মাঠে গড়াবে ফুটবল, এমন প্রত্যাশা এই সংগঠকের। করোনার ভয়াল গ্রাসে স্তব্ধ দেশের ক্রীড়াঙ্গন। মাঠে ফুটবল, ক্রিকেট, হকি নেই দীর্ঘদিন। গত ১৫ মার্চ বিপিএল ফুটবলের সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। কোভিড-১৯ এর কঠিন পরিস্থিতির কারণে ক্লাবগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে, গত ১৭ মে বাফুফের কার্যনির্বাহী সভায় বাতিল করা হয় প্রিমিয়ার লীগের এবারের আসর। শুধু ফুটবলই নয়। করোনা মহামারীর কারণে দেশের সব ডিসিপ্লিনের খেলাধুলা বাধাগ্রস্ত হয়েছে। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্ট অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি। তিনি বলেন, করোনার কারণে দেশের ফুটবলও ক্ষতির মধ্যে পড়েছে। যতই দিন যাচ্ছে দেশের করোনা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। এমন কঠিন সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি সম্পর্কে আরও সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন মুর্শেদী। করোনার মাঝে ইউরোপিয়ান লীগগুলো আবারও মাঠে গড়িয়েছে। যদিও দেশের ফুটবল অঙ্গনে বিরাজ করছে স্থবিরতা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই পুনরায় মাঠে গড়াবে ফুটবল। এমনটাই প্রত্যাশা সালাম মুর্শেদীর। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সচেতন হতে হবে। যাতে করে আমরা এই মহামারী থেকে জয় পেতে পারি। করোনার কঠিন সময় জয় করে আবারও দেশের ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরে আসবে। এমনটাই প্রত্যাশা মুর্শেদীর।
×