ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মৃত্যুর গুজবে বিস্মিত মোহাম্মদ ইরফান

প্রকাশিত: ০১:০০, ২৩ জুন ২০২০

মৃত্যুর গুজবে বিস্মিত মোহাম্মদ ইরফান

স্পোর্টস রিপোর্টার ॥ বধির ক্রিকেট দলের সদস্য মোহাম্মদ ইরফানের মৃত্যুর খবর জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ নিয়ে শুরু হয় বিভ্রান্তি। অনেকেই মনে করে দেশটির পেসার মোহাম্মদ ইরফান মারা গেছেন। দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তা! এতে বিস্মিত স্বয়ং ইরফান। দীর্ঘদেহী এই পেসার বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়ি দুর্ঘটনায় আমার মৃত্যুর বানোয়াট খবর চাউর করা হচ্ছে। যা আমার পরিবার ও বন্ধু-বান্ধবকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। এ বিষয়ে আমি অগণিত ফোন পাচ্ছি। দয়া করে এমন বিষয় ছড়ানোর আগে ভালভাবে দেখে নেবেন। কোন দুর্ঘটনা হয়নি। আমরা ভাল আছি।’ জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়লেও বাংলাদেশ প্রিমিয়ার লীগের নিয়মিত মুখ তিনি। ঢাকা ডায়নামাইটস, দুরন্ত রাজশাহী ও রাজশাহী রয়্যালসের হয়ে খেলেছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল বিমান দুর্ঘটনায় পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহর মারা যাওয়ার মিথ্যা খবর। পরে টুইটারে এসে সবার ভুল ভাঙ্গান ইয়াসির। পাকিস্তানের হয়ে চারটি টেস্ট, ৬০টি ওয়ানডে ও ২২টি টি২০ খেলছেন ৩৮ বছর বয়সী ইরফান।
×