ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অর্থনীতি সমিতির ১৩ লাখ ৯৬ হাজার কোটি টাকার বিকল্প বাজেট

প্রকাশিত: ২০:৫৬, ৯ জুন ২০২০

অর্থনীতি সমিতির ১৩ লাখ ৯৬ হাজার কোটি টাকার বিকল্প বাজেট

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনার ক্ষতি মোকাবেলায় দরিদ্র মানুষের কল্যাণকে গুরুত্ব দিয়ে নতুন অর্থবছরের জন্য ১৩ লাখ ৯৬ হাজার ৬শ’ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। বিশাল এ বাজেটে ঘাটতি ধরা হয়েছে এক লাখ ৩৫ হাজার কোটি টাকা। এতে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ১২ লাখ ৬১ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বিকল্প বাজেটে অর্থনীতির নীতিগত সংস্কারের প্রস্তাবও করা হয়। সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিকল্প বাজেট প্রস্তাব করেন সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল বারাকাত। বাজেটে বক্তব্য তিনি বলেন, করোনার কারণে ৬৬ দিনের সাধারণ ছুটিতে কর্মহীন হয়েছেন প্রায় সোয়া ৪ কোটি মানুষ। পাশাপাশি প্রায় ৬ কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের অর্থনৈতিক কর্মকা-ে ফিরিয়ে আনতে বাজেট থেকে নিম্ন আয়ের মানুষের জন্য প্রণোদনা দেয়ার প্রস্তাব করেন তিনি। এছাড়া ফেরিওয়ালা, চা দোকানদারি পেশার সঙ্গে জড়িত প্রায় ৪৭ লাখ মানুষের জন্য ২০ হাজার টাকা করে এককালীন প্রণোদনা দেয়ার প্রস্তাব করা হয়। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য বিশেষ ঋণ দেয়ার প্রস্তাব করা হয়। বড় ঋণ গ্রহীতাদের ঋণ না দেয়ার বিষয়েও কঠোর হওয়ার তাগিদ দেয়া হয়। ‘করোনার (কোভিড-১৯) মহাবিপর্যয় থেকে মুক্তি ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে ২০২০-২১ অর্থবছরের জন্য ‘বিকল্প বাজেট প্রস্তাবনা’ শিরোনামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ অর্থনীতি সমিতি।
×