ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদের দিন দরিদ্রদের জন্য রাজধানীতে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১৭:৩২, ২৫ মে ২০২০

ঈদের দিন দরিদ্রদের জন্য রাজধানীতে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার।। ঈদের দিন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন গোলাম সারোয়ার কবীর। করোনায় এই সময়ে যাতে ঈদের দিন দরিদ্ররাও ভালোমন্দ একবেলা খেতে পারে সে লক্ষ্যে কর্মহীন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার ঈদের নামাজ শেষে রাজধানীর বিভিন্ন এলাকায় ছেলে আয়মান সারোয়ার সাম্য এবং ভাতিজা রফিকুল বাবুকে সাথে নিয়ে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদের খাবার বিতরন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীর। তিনি বলেন, এবছর করোনার সময় আমরা ঈদ উদযাপন করছি যখন করোনার মহামারির সাথেও যুদ্ধ করতে হচ্ছে। ফলে ঈদের আনন্দ নেই। তবে দরিদ্র অসহায় কর্মহীন মানুষ যেন অর্থকষ্টে না থাকে সে জন্য নেত্রীর পক্ষ থেকে আমার ছেলে ভাতিজাদের সাথে খাদ্যসামগ্রী পৌছে দিতে চেষ্টা করেছি। মানুষ হিসেবে মানুষের পাশে সবারই দাঁড়ানো দরকার। উল্লেখ্য, করোনার শুরু থেকেই নিজ জেলা মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি শত শত পরিবারে খাদ্য সহায়তা দেন তিনি। এছাড়াও মুন্সিগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকার শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার ২৮টি ইউনিয়ন পরিষদসহ অত্র এলাকায় মোট ৩৫টি জীবাণুনাশক ছিটানোর স্প্রে মেশিন বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা গোলাম সারোয়ার কবীর। দেশের মানুষোর দুঃসময়ে সবসময় পাশে থাকার কথাও বলেন তিনি।
×