ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে ৩৩ ঘণ্টা পর বিদ্যুত সঞ্চালন স্বাভাবিক

প্রকাশিত: ১৯:৫৮, ২৩ মে ২০২০

লালমনিরহাটে ৩৩ ঘণ্টা পর বিদ্যুত সঞ্চালন স্বাভাবিক

নিজস্ব সংবাদদাতা, লারমনিরহাট, ২২ মে ॥ জেলায় আমফানে ৩৩ ঘণ্টা বিদ্যুত সঞ্চালন পুরো জেলায় বন্ধ ছিল। এতে বিপাকে পড়ে জেলার মানুষ। অনেকের ঘরে ফ্রিজের খাদ্যসামগ্রী পচে নষ্ট হয়ে গেছে। ৩৩ ঘণ্টা পরও কোথাও কোথাও এখন বিদ্যুত সঞ্চালন স্বাভাবিক হয়নি। বিদ্যুত সরবরাহে নেসকোর এমন দায়িত্বহীন কান্ডে হতাশ শহরবাসী। খোর্দ্দসাপটানা স্কুল শিক্ষিকা রেহানা বেগম (৪২) জানান, করোনার কারণে স্কুল বন্ধ। ঘরবন্দী আছি। তাই প্রতি সপ্তাহের বাজার একবারে করে নিয়ে আসি। এবারে বাজার সব নষ্ট হয়ে গেছে। ফ্রিজ রাখা সবজি ও খাবার পচে গেছে। লালমনিরহাট নেসকোন নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র জানান, বৃষ্টি, ঝড় হাওয়া ও বেশ কিছু গাছ পড়ে যাওয়ায় বিদ্যুত সরবরাহ বিঘ্ন হয়েছে। বিলম্বের বিষয়ে জানান জনশক্তি কম ও শ্রমিক পাওয়া যায়নি। তাই রাস্তার পাশে বিদ্যুত লাইনের পড়ে যাওয়া গাছ অপসারণ করতে সময় লেগেছে।
×