ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা দুর্যোগ

কুড়িগ্রামে বিপাকে ইমাম, মোয়াজ্জিন খাদেমরা

প্রকাশিত: ০০:১৬, ২১ মে ২০২০

কুড়িগ্রামে বিপাকে ইমাম, মোয়াজ্জিন খাদেমরা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিপাকে পড়েছে কুড়িগ্রাম জেলার প্রায় ১০ হাজার ইমাম, মোয়াজ্জিন ও খাদেম। মসজিদগুলোতে নামাজিরা না আসায় বন্ধ হয়ে গেছে তাদের আয় উপার্জন। ফলে মানবেতর জীবন যাপন করছে এসব পরিবারের সদস্যরা। বিপুলসংখ্যক ইমাম-মোয়াজ্জিনের বিপরীতে মাত্র স্বল্পসংখ্যক প্রণোদনা পেলেও বাকিরা এখনও কোন সহযোগিতা না পাওয়ায় হতাশ। দ্রুত সহযোগিতার দাবি তাদের। জেলা ইমাম সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ নুর বখত জানান, গত ২৩ এপ্রিল কুড়িগ্রাম জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। ইতোমধ্যে জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৫৭ জন। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন শারীরিক দূরত্ব বজায় রাখতে মসজিদের পরিবর্তে বাড়িতে নামাজ পড়ার পরামর্শ দেয়ার পর কমে গেছে মসজিদে মুসল্লিদের সংখ্যা। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে জেলার সাড়ে ৪ হাজার মসজিদের প্রায় ১০ হাজার ইমাম, মোয়াজ্জিন ও খাদেম। বন্ধ হয়ে গেছে তাদের সম্মানীভাতাও। ফলে মানবেতরভাবে জীবনযাপন করছে তারা। এছাড়াও এবার রমজান মাসে ৬ হাজার হাফেজ রয়েছে। এদের মধ্যে ২৪৩ জন খতম তারাবিতে অংশ নেয়ার কথা ছিল। সেটাও বন্ধ হয়ে গেছে।
×