ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মানবিক সহায়তার জন্য আরও ৬ কোটি ৩০ লাখ টাকা, সাড়ে ৯ হাজার টন চাল বরাদ্দ

প্রকাশিত: ২৩:০২, ২০ মে ২০২০

মানবিক সহায়তার জন্য আরও ৬ কোটি ৩০ লাখ টাকা, সাড়ে ৯ হাজার টন চাল বরাদ্দ

বিশেষ প্রতিনিধি ॥ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য আরও ছয় কোটি ৩০ লাখ টাকা ও নয় হাজার ৬০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। টাকার মধ্যে চার কোটি ৭০ লাখ ত্রাণ হিসেবে বিতরণ ও এক কোটি ৬০ লাখ শিশুখাদ্য কিনতে বরাদ্দ দেয়া হয়েছে। দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের অনুকূলে এই বরাদ্দ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে আদেশ জারি করা হয়েছে। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত বেশ কয়েক দফায় ৬৪ জেলার দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৯৭ কোটি ৭৭ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা (শিশুখাদ্য কেনাসহ) ও এক লাখ ৭২ হাজার ৪৭৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়।
×