ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:১৭, ১ মে ২০২০

করোনা উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা উপসর্গ নিয়ে দেশে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জ সদর হাসপাতাল আইসোলেশন ওয়ার্ডে তিনজন, সাতক্ষীরায় এক সাংবাদিক, পটুয়াখালীর বাউফলে একজন, টাঙ্গাইলের মির্জাপুরে এক নারী, কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক ব্যবসায়ী ও বরিশাল শেবাচিম হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ও বৃহস্পতিবার এসব ব্যক্তি মারা যান। এদিকে ঢাকায় মারা যাওয়া এক ব্যক্তিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নে দাফন করায় ওই ব্যক্তির বাড়িসহ অর্ধশতাধিক বাড়ি লকডাউন করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘটনায় করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া তিন জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আরশ্বাদ উল্লাহ। মৃত ব্যক্তিরা হলো সদর উপজেলার হাটিপাড়া বংকুরী গ্রামের স্বপন কুমার ম-ল (৫৫), ঘিওর উপজেলার কেল্লাই গ্রামের আব্দুল মাজেদ (৫৫) এবং মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা গ্রামের জরিনা বেগম (৫৪)। তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ জানান, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার দুপুরে স্বপন কুমার ম-ল ও আবদুল মাজেদকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার মধ্যরাতে তারা মারা যান।
×