ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে কৃষকের মৃত্যু ঘটনার তদন্ত রিপোর্ট হস্তান্তর

প্রকাশিত: ১০:৫৩, ১৭ এপ্রিল ২০২০

গফরগাঁওয়ে কৃষকের মৃত্যু ঘটনার তদন্ত রিপোর্ট হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ১৬ এপ্রিল ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে ত্রাণ আনতে গিয়ে কৃষকের মৃত্যুর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। বৃহস্পতিবার দৈনিক জনকণ্ঠে চেয়ারম্যানের নির্যাতনে কৃষকের মৃত্যু শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর উত্তেজনা সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। কৃষক মোঃ জুলমতকে হত্যার ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি রিপোর্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন। তদন্ত কমিটির প্রধান মামুনুর রহমান বলেন, তদন্ত রিপোর্ট সম্পন্ন করে জমা দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনারের কাছে তদন্ত রিপোর্ট হস্তান্তর করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর রহমান বলেন, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। অপরদিকে মোঃ জুলমত আলীর লাশ ময়না তদন্তের পর পাঁচুয়া গ্রামে তার নিজ গ্রামে দাফন করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের টেকিরচর গ্রামে চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদের সাঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে কৃষক জুলমাত আলীর মৃত্যু হয়।
×