ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সবাইকে ঘরে থাকার পরামর্শ মাশরাফির

প্রকাশিত: ০৫:২৬, ৩১ মার্চ ২০২০

সবাইকে ঘরে থাকার পরামর্শ মাশরাফির

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাস ঠেকাতে লকডাউন চলছে পুরো দেশে। এতে করে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পাশপাশি আন্তর্জাতিক সিরিজও বাতিল হয়েছে। এমন অবস্থায় বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জনসাধারণকে আবারও ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। অবশ্য খেলাধুলা বন্ধ হলেও খেলোয়াড়েরা নিজেদের ফিট রাখছেন ঘরে বসে। যাতে পরিস্থিতি পাল্টালেই ঝাঁপিয়ে পড়া যায় ময়দানী লড়াইয়ে। কিন্তু এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকেও নিজেদের করণীয়টা ঠিকমতো করতে বললেন মাশরাফি। মহামারি করোনার সময়ে ঘরে থাকার পরামর্শ দিয়ে নড়াইল এক্সপ্রেস নিজের অফিসিয়াল ফেসবুকে লিখেছেন, ‘খেলা দেখার স্বাধীনতা যদি আবার ফিরে পেতে চাই, এখন তাহলে সব থেকে ভালো কিন্তু ঘরে থাকাটাই….।’ করোনার সংক্রমণ থেকে বাঁচার সব থেকে সহজ উপায়-ই হচ্ছে, ‘স্টে হোম, স্টে সেইফ।’ আবারও এই বার্তা দিলেন মাশরাফি।
×