ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তরুণদের নিয়ে তামিমের প্রত্যাশা

প্রকাশিত: ০৮:০১, ২৮ মার্চ ২০২০

তরুণদের নিয়ে তামিমের প্রত্যাশা

মোঃ মামুন রশীদ ॥ করোনাভাইরাসের ভয়ানক সংক্রমণে এখন প্রায় সারা বিশ্বই চলে গেছে লকডাউন অবস্থায়। তাই অনেক মানুষ হয়ে গেছেন কর্মহীন। করোনার সংক্রমণ প্রতিরোধে বিশ্বজুড়ে এখন একটাই স্লোগান- ‘ঘরে থাকুন, নিজে বাঁচুন ও দেশকে বাঁচান!’ বিশ্বব্যাপী ক্রীড়া আন্তর্জাতিক ও ঘরোয়া ইভেন্টগুলো স্থগিত হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটাররাও লকডাউন হয়ে ঘরে বসেই সময় কাটাচ্ছেন। তবে প্রস্তুতি থেমে নেই। মাত্র কিছুদিন আগেই বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মনোনীত হওয়া তামিম ইকবাল ঘরে থাকা ট্রেডমিলে ঘাম ঝরাচ্ছেন। তার বিশ্বাস দেশের সবাই এভাবে লড়াই চালিয়ে গেলে দ্রুতই লকডাউন পরিস্থিতি কাটিয়ে বের হওয়া সম্ভব হবে। তিনি মাশরাফি বিন মর্তুজার স্থলাভিষিক্ত হলেও এখন পর্যন্ত নতুন চ্যালেঞ্জে নামতে পারেননি। তবে স্থায়ীভাবে নেতৃত্ব শুরুর আগে এ বাঁহাতি ওপেনার দলের তরুণদের নিয়েই পরিকল্পনা করছেন। ওয়ানডে দলে যে ৪/৫ জন উদীয়মান তারকা আছেন, তামিম মনে করেন তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে একটি বড় জয়ের মধ্য দিয়ে। সর্বশেষ জিম্বাবুইয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। ১ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি২০ ম্যাচের সিরিজ খেলার পর ঘরোয়া ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল) শুরু হয়ে যায়। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ রোধে সতর্কতা হিসেবে স্থগিত হয়ে যায় ডিপিএল। তারপর থেকে ক্রিকেটাররা গৃহবন্দী হয়েই কাটাচ্ছেন সময়। এখন ব্যাট-বল তুলে রাখতে হয়েছে মাঠের অনুশীলন বা খেলা স্থগিত থাকায়। তামিম বললেন, ‘আমি পুরোপুরি লকডাউন হয়ে আছি। কারও সঙ্গে দেখাও করছি না। এখনও পরিস্থিতিটা প্রাথমিক অবস্থায় আছে। সৌভাগ্যক্রমে বাসায় আমার একটা ট্রেডমিল আছে। সকালে আমি সেটাতে দৌড়াই এবং পুরোটা দিন বাচ্চাদের সঙ্গে সময় পার করি। পুরো বিশ্বই তো ভুগছে। কিন্তু আমরা যদি পুরো জাতি লড়াই চালিয়ে যাই, আমি নিশ্চিত আমরা এখান থেকে দ্রুতই বেরিয়ে আসতে পারব।’ সবকিছু ঠিক থাকলে ওয়ানডের নতুন অধিনায়ক তামিম আর কয়েকদিন পরই পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র ওয়ানডেতে স্থায়ী অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করতেন। কিন্তু সেই সফরও স্থগিত। যদিও গত বছর জুলাইয়ে মাশরাফির অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে ৩ ওয়ানডেতে নেতত্ব দেয়ার সুযোগ হয়েছে তামিমের, কিন্তু স্থায়ী অধিনায়ক হিসেবে নামার অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হয়েছে। তার আগে দলের তরুণদের উদ্দেশে তামিম বললেন, ‘আমাদের দুই ধরনের তরুণ খেলোয়াড় আছে। একেবারে নতুনদের মধ্যে মোহাম্মদ নাইম, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব আছে। আবার জাতীয় দলের সঙ্গে ৬ বছর থাকলেও ওয়ানডেতে নতুন তাইজুল ইসলাম ও ৪/৫ বছর ধরে থেকেও কিন্তু তরুণ লিটন। এখন কিন্তু প্রায় নিয়মিত পারফর্ম করতে শুরু করেছে লিটন। আমি বলব যারা একেবারেই তরুণ তাদের অবশ্যই লিটন ও মুশফিক ভাইয়ের মতো অভিজ্ঞদের দেখে পারফর্ম করা শিখতে হবে। এভাবে যদি আমরা বড় দলগুলোর সঙ্গে জিততে পারি আমার মনে হয় এই তরুণরা অনেক আত্মবিশ^াসী হয়ে উঠবে। মুশফিক ভাই কখনোই সন্তুষ্ট হোন না, কঠোর পরিশ্রম করে যান। এভাবে সবাই ভাবতে পারলে অধিনায়ক, কোচ আর সিনিয়র খেলোয়াড়দের জন্য সফল হওয়া সহজ হয়ে উঠবে।’
×