ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩৩ মাস পর জ্ঞান ফিরল ফুটবলারের

প্রকাশিত: ০১:৩৬, ২৭ মার্চ ২০২০

৩৩ মাস পর জ্ঞান ফিরল ফুটবলারের

অনলাইন ডেস্ক ॥ ৩৩ মাস কোমায় থাকার পর জ্ঞান ফিরেছে ২২ বছর বয়সী এক ফুটবলারের। নাম তার আব্দুল হক নুরি। গত ২০১৭ সালের জুলাই মাসে জার্মান ক্লাব ওয়েডের ব্রেমেনের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে নেমে মাঠের মধ্যেই কার্ডিয়াক অ্যারিথমিয়া অ্যাটাক করে নুরির। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, তখন থেকেই চলে যান রোমায়। মাসের পর কোমায় থেকেছেন তবে স্বাস্থ্যের উন্নতিও হচ্ছিল সময়ের সঙ্গে সঙ্গে। তার জন্য নির্মিত বিশেষ বাসায় চিকিতৎসাও হচ্ছিল যথাযথ। যার ফল হিসেবে অবশেষে কোমা থেকে জ্ঞান ফিরেছে নুরির। এ খবর নিশ্চিত করেছেন তার ভাই আব্দুর রহীম। নুরির ভাই জানিয়েছেন, কোমা থেকে জ্ঞান ফেরার পর চোখের ভ্রু নাচিয়ে কথা বলেন নুরি। এছাড়া টিভিতে ফুটবল ম্যাচ দেখানো হলে শারীরিক উপস্থিতিও জানান দেন এ তরুণ ফুটবলার। তবে তার বাবা মোহাম্মদ এখনও নিশ্চিন্ত হতে পারছেন না। আরও বেশি করে যত্ন নিতে চান ছেলের।
×