ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোয়ারেন্টাইন সেন্টার হচ্ছে চবির নির্মাণাধীন আবাসিক হল

প্রকাশিত: ১১:৩০, ২৫ মার্চ ২০২০

কোয়ারেন্টাইন সেন্টার হচ্ছে চবির নির্মাণাধীন আবাসিক হল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে এক হাজার হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় (চবি) রসায়ন বিভাগ। নিজস্ব ল্যাবে প্রস্তুত করা এই জীবাণুনাশক মঙ্গলবার দুপুরে হস্তান্তর করা হয়। এছাড়া বিশ^বিদ্যালয়ের একটি আবাসিক হলকে কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। চবি সংবাদদাতা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেছা মুজিব হলকে সরকারী কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। তিনি বলেন, সরকারের উচ্চ মহলের আদেশেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নিয়ে আপত্তি রয়েছে এলাকার অধিবাসীদের।
×