ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় সীমানা বিরোধের জেরে অগ্নিসংযোগ

প্রকাশিত: ১২:১৯, ২৪ মার্চ ২০২০

হাতিয়ায় সীমানা বিরোধের জেরে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ সীমানা বিরোধের জের ধরে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি বসতঘর ও ২০ একর খেসারি ডালে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার ভোরে উপজেলার সুখচর ইউনিয়নের ঢালচরে এ ঘটনা ঘটে। জানা গেছে, দীর্ঘদিন থেকে হাতিয়ার সঙ্গে ভোলা জেলার মনপুরা উপজেলার সঙ্গে ঢালচরে সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার দুই জেলার জেলা প্রশাসকদের বৈঠক বসে। সর্বশেষ ২০১৭ সালে জরিপ অধিদফতরের লোকজন এসে দুই উপজেলার সীমানা নির্ধারণ করে সরকারীভাবে পিলার দিয়ে দেন। এ নিয়ে হাতিয়ার অংশের মসজিদ বাজারের সভাপতি ছাইফুল অভিযোগ করে বলেন, সীমানা পিলার দেয়ার পর ও মনপুরা অংশের সন্ত্রাসীরা মাঝে মধ্যে হাতিয়ার অংশের মধ্যে এসে লুটতরাজ চালায়। এদিকে সোমবার ভোরে হাতিয়ার ঢালচর অংশের কৃষক সোহরাব, নাহিদ, সুমন, কালাম শাহ, এনায়েত ও আবুল কালামের খেতে থাকা খেসারির ডালের স্তূপে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা ঢালচরের মসজিদ বাজারের দক্ষিণ পাশে নবীর উদ্দিনের ছেলে শরীফের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন দিয়ে সন্ত্রাসীরা জনমনে আতঙ্ক সৃষ্টিকরার জন্য ফাঁকা গুলি ছুড়ে চলে যায়। এ সময় গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে মসজিদের মাইকে বার বার এলান দিতে থাকে। যে কোন সময় পুনরায় হামলা করতে পারে বলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
×