ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লীগ স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত ব্রাদার্সের

প্রকাশিত: ০৯:৪৩, ২১ মার্চ ২০২০

 লীগ স্থগিতের  সিদ্ধান্তকে স্বাগত ব্রাদার্সের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে ষষ্ঠ রাউন্ড শেষে ১৩ দলের মধ্যে একাদশ স্থানে আছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। একসময়ের সমীহ জাগানিয়া গোপীবাগের ঐতিহ্যবাহী দলটি এবারের লিগে খুব একটা সুবিধে করতে পারছে না। যদিও নিজেদের প্রথম ম্যাচে তারা শেখ রাসেলের সঙ্গে ১-১ গোলে ড্র করে শুরুটা মন্দ করেনি। এরপর অন্যতম পরাশক্তি আবাহনীর সঙ্গেও একই ব্যবধানে ড্র করে নিজেদের সামর্থ্যরে পরিচয় দেয়। পরের ম্যাচে লীগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে ৩-২ গোরে হারলেও প্রতিপক্ষকে বেশ বেগ দেয় তারা। উত্তর বারিধারা ক্লাবের সঙ্গে ১-১ গোলের ড্র’র পর সর্বশেষ বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সঙ্গেও ১-১ গোলে ড্র করে তারা। এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেললেও জয়হীন আছে ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত ব্রাদার্স। তাই ৪ ম্যাচে পয়েন্ট ছিনিয়ে নিলেও মাত্র ৪ পয়েন্ট নিয়ে এই নিচের সারিতেই থাকতে হচ্ছে তাদের। করোনাভাইরাসে দেশের এখন দুরবস্থা। বিপিএল ফুটবলেও পয়েন্টপ্রাপ্তির এই দুরবস্থা থেকে পরিত্রাণ পেতে আবারও মাঠে খেলা গড়ানোর আগে কমপক্ষে দু’সপ্তাহ অনুশীলনের সময় চায় ব্রাদার্স। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ছয় রাউন্ড মাঠে গড়ানোর পরই করোনাভাইরাস সতর্কতায় লীগ স্থগিতের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান। আপাতত বন্ধ করা হয়েছে দলের অনুশীলন। তবে পুনরায় লীগ শুরুর আগে অন্তত দু’সপ্তাহ প্রস্তুতির সুযোগ চায় গোপীবাগের দলটি। চলতি মৌসুমে সবে লীগটা জমে উঠতে আরম্ভ করেছিল। তারপরও বৃহত্তর স্বার্থে ফেডারেশনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার। স্বাস্থ্য নিরাপত্তায় দলের অনুশীলন বন্ধের কথাও জানিয়েছেন তিনি। করোনা সতর্কতায় বেশিরভাগ ক্লাব ক্যাম্প বন্ধ করলেও গুটি কয়েক ক্লাব এখনও চালিয়ে যাচ্ছে অনুশীলন। তবে এই সংগঠক মনে করেন ফুটবলারদের স্বাস্থ্যের জন্য তো বটেই, সাধারণের মধ্যে সচেতনতা বাড়তেও ক্লাবগুলোর উচিত মাঠে না নামা। কেবল ফুটবলার নয়, যে কোন খেলার তারকাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সচেতনতামূলক প্রচারণা চালানোর পরামর্শ দিলেন তিনি। এ প্রসঙ্গে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান বলেন, ‘ফেডারেশনের এটা খুবই ভাল সিদ্ধান্ত। প্রয়োজনে লীগ আর বেশি সময় ধরে স্থগিত থাকুক। জীবনের নিশ্চয়তা সবার আগে।’ কয়েকটি ক্লাবের মতোই ব্রাদার্সেও আছেন বিদেশী কোচ। ক্যাম্প বন্ধ হলেও তার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। তবে বাফুফে ও ক্লাবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রাদার্সের জার্মান কোচ রেজা পার্কাস, ‘এটি খুবই ভাল সিদ্ধান্ত। সংক্রামণ যে কোন স্থানেই হতে পারে। একবার ছড়িয়ে গেলে ঠেকানো কঠিন হয়ে যেতে পারে। তাই আগে প্রতিরোধ করাই ভাল।’ এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে ফুটবলারসহ দেশের তারকা খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন আমের খান।
×