ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তান ব্যাটসম্যানদের সামর্থ্য নিয়ে মিয়াঁদাদের প্রশ্ন

প্রকাশিত: ০৮:২২, ২১ মার্চ ২০২০

 পাকিস্তান ব্যাটসম্যানদের সামর্থ্য নিয়ে মিয়াঁদাদের প্রশ্ন

স্পোর্টস রিপোর্টার ॥ জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তান ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি। সাবেক এ অধিনায়ক বর্তমান দলের পারফর্মেন্স নিয়ে ভীষণ হতাশ, ‘আমি জানতে চাই এই পাকিস্তান দলে কি কেউ আছে যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ভারতের মতো দলের হয়ে খেলার ক্ষমতা রাখে? আমাদের এমন কোন ব্যাটসম্যানই নেই যে এই দলগুলোর হয়ে খেলতে পারে। অবশ্যই আমাদের ভাল বোলার রয়েছে। তবে ব্যাটিং লাইন-আপে এমন কেউ নেই যে এই দলগুলোর হয়ে খেলতে পারে।’ মুখ ফসকেই হোক আর ভাবনাচিন্তা করেই হোক- সত্য কথাটা বলে ফেললেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। বড়ে মিয়া খ্যাত মিয়াঁদাদের মতে, পাকিস্তানের কোন ব্যাটসম্যানই ভারত, অস্ট্রেলিয়ার মতো দলে খেলার যোগ্য নন। বছর দুয়েক ধরে একমাত্র বাবর আজম পাকিস্তানের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন। বাকিরা বড় মঞ্চে ব্যর্থ হয়েছেন। এরপর ভারতের উদাহরণ দিয়ে সাবেক পাক তারকা বলছেন, ‘ভারতের দিকেই তাকিয়ে দেখা যাক। ৭০, ৮০, ১০০, ২০০ রান-ওদের ক্রিকেটাররা নিয়মিতই করছে। একেই তো বলে পারফরম্যান্স। আমাদের দলে কিন্তু এরকম কেউ নেই যে কি না বিশ্বসেরা দলে সুযোগ পেতে পারে। প্রতিদিনের পারফরম্যান্স ও বেতনের ভিত্তিতে পৃথিবী চলে। আজ রান করো, টাকা নাও। কাল যদি আবার রান করো তাহলে তুমি পুনরায় টাকা পাবে। তুমি যদি রান করতে না পারো, তা হলে টাকা নেবে কেন?’ পাশাপাশি পাকিস্তানী ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) সমালোচনা করেন মিয়াঁদাদ, ‘ইংল্যান্ড, পাকিস্তানের মতো দেশগুলো প্রতিটি সিরিজের ভিত্তিতে দল নির্বাচন করে। আগের সিরিজেই কেউ যদি পাঁচশ রান করে, তা হলেও তাদের কথা ভুলে যায়। পাকিস্তানই একমাত্র দেশ যেখানে একটা শতরানের পরে দশটা ইনিংসে রান না পেলেও দলে জায়গা পাওয়া যায়।’
×