ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাপস ও আতিক শপথ নেবেন আজ

প্রকাশিত: ১১:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২০

তাপস ও আতিক শপথ নেবেন আজ

বিশেষ প্রতিনিধি ॥ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নবনির্বাচিত আওয়ামী লীগের দুই মেয়রের শপথ গ্রহণ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সিটির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে শপথবাক্য পাঠ করাবেন। দুই মেয়রের শপথ গ্রহণের পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়। গত পহেলা ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোঃ আতিকুল ইসলাম পুনর্নির্বাচিত এবং দক্ষিণে ব্যারিস্টার ফজলে নূর তাপস নির্বাচিত হন। তারা দু’জনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী ছিলেন। জানা গেছে, আজ বৃহস্পতিবার শপথ নিলেও মেয়রের চেয়ারে বসার জন্য আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তাদের। নয় মাস উত্তরের মেয়রের দায়িত্ব পালন করা আতিকুল ইসলাম আইনী বাধ্যবাধকতার কারণে পদ ছেড়ে নির্বাচনে অংশ নেন। অন্যদিকে দক্ষিণের মেয়রের দায়িত্বে থাকা মুহাম্মদ সাঈদ খোকনের এই নির্বাচনে অংশ নেয়া হয়নি। তার মেয়াদ রয়েছে আগামী মে মাস পর্যন্ত।
×