ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রলীগের সঙ্গে ব্যাডমিন্টন খেললেন মাশরাফি

প্রকাশিত: ০৯:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২০

উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রলীগের সঙ্গে ব্যাডমিন্টন খেললেন মাশরাফি

স্টাফ রিপোর্টার ॥ ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে ব্যাডমিন্টন খেলার মধ্য দিয়ে সংগঠনটির আয়োজিত ‘মুজিববর্ষ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এর উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা। আজ সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। এসময় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের সঙ্গে জুটি বেঁধে সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের বিরুদ্ধে ব্যাডমিন্টন খেলেন মাশরাফি বিন মুর্তজা। পরে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাশরাফি বিন মুর্তজা। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে মুজববর্ষে সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করার কথা জানায় বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনের নেতারা জানান, মুজিববর্ষে ছাত্রলীগের ঢাকাস্থ শাখার নেতৃবৃন্দ ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় ৩০১ সদস্যরা এ টুর্নামেন্টে অংশ নেবে। এছাড়া ঢাবি শাখা, ঢাবির সকল হল শাখার শীর্ষ নেতারা অংশ নিতে পারবেন মুজিবর্ষের এ আয়োজনে। এছাড়াও পরে ছাত্রলীগের অন্যান্য সকল শাখায় এ কর্মসূচি পালনের নির্দেশ দেয়া হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, মুজিববর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে ছাত্রলীগ।
×