ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়াজ মাহফিলে সরকার বাধা দিচ্ছে-মন্তব্য করে তোপের মুখে এমপি হারুন

প্রকাশিত: ১১:০৬, ৩১ জানুয়ারি ২০২০

ওয়াজ মাহফিলে সরকার বাধা দিচ্ছে-মন্তব্য করে তোপের মুখে এমপি হারুন

সংসদ রিপোর্টার ॥ ইসলামী ওয়াজ মাহফিলে সরকার বাধা দিচ্ছে-এমন মন্তব্য করায় জাতীয় সংসদে রীতিমতো তোপের মুখে পড়তে হয় বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদকে। জামায়াতের ইন্ধনে এমন মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করা হয়েছে দাবি করে তাকে তুলোধুনা করেন সরকারী দলের সংসদ সদস্যরা। তারা বলেন, ধর্মের নামে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত এবং জামায়াতপন্থীদের প্রতিনিধি হিসেবে কথা বলে বিএনপি সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টির চেষ্টা করছে। যারা প্রকৃত তাফসির মাহফিল বা ওরশ করছেন বা বিভিন্ন স্থানে ইসলামী জলসা করছেন- তাদের বরং রাষ্ট্র ও সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। এ সময় সরকারী দলের সংসদ সদস্যরা বিএনপি এমপি হারুনুর রশীদের বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্যে সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জের দাবি জানান। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় সংসদে মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে সংবিধানে থাকা বিসমিল্লাহ এবং ওয়াজ মাহফিল নিয়ে কিছু মন্তব্য করলে অধিবেশনে কিছুটা উত্তাপ ছড়ায়। সরকারী দলের সংসদ সদস্যরা এ তীব্র প্রতিবাদ জানাতে থাকেন। ফ্লোর নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংশোধিত সংবিধানের পূর্বে সর্বশক্তিমান আল্লাহ’র প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসী হবে যাবতীয় কাজের ভিত্তি, এটি নতুন সংশোধিত সংবিধান থেকে উঠিয়ে দেয়া হয়েছে। অথচ রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা হয়েছে। সংবিধানের প্রস্তাবনায় পূর্বের বিষয়টি বিসমিল্লাহির রাহমানির রাহিম, সেটির পরিবর্তে সংযোজিত হয়েছে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। বিসমিল্লাহির রাহমানির রাহিমের প্রকৃত অর্থ সংযোজিত হওয়া উচিত। তিনি অভিযোগ করেন, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টানরা তাদের সামাজিক বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছে, অথচ আমরা যারা ইসলাম ধর্মের অসুারি তারা তাফসির মাহফিল করতে গেলে নিষেধাজ্ঞা ও আপত্তি আসছে। এ সময় সরকারী দলের সংসদ সদস্যরা নো নো বলে তীব্র প্রতিবাদ জানাতে থাকেন।
×