ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীনের সঙ্গে যাতায়াত বন্ধ করছে হংকং

প্রকাশিত: ০৯:২৬, ৩০ জানুয়ারি ২০২০

চীনের সঙ্গে যাতায়াত বন্ধ করছে হংকং

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মূল ভূখ- চীনের সঙ্গে যাতায়াত এবং বাসিন্দাদের আন্তঃসীমান্ত ভ্রমণও বন্ধ করে দিচ্ছে হংকং। হংকংয়ের নেতা ক্যারি লাম মঙ্গলবার বলেছেন, চীনের সঙ্গে হংকংয়ের দ্রুতগতির রেল সেবা বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ করা হবে। বন্ধ রাখা হবে নৌ এবং ফেরি চলাচলও। রয়টার্স। হংকং থেকে মূল ভূখ- চীনে বিমানের ফ্লাইট অর্ধেকে নামিয়ে আনা হবে এবং চীন থেকে মানুষ ব্যক্তিগত ভ্রমণে হংকংয়ে আসার অনুমতিও আর পাবে না বলে জানিয়েছেন লাম। ৭০ লাখ মানুষের নগরী হংকং চীনের অংশ হলেও এর স্বায়ত্তশাসন ও নিজস্ব সরকার ব্যবস্থা আছে। চীন থেকে প্রতিবছরই লাখো মানুষ চীন থেকে হংকংয়ে যাতায়াত করে। যদিও ২০১৯ সালে মানুষের এ যাতায়াত অনেকটাই কমে এসেছে হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভের কারণে। তবে যেটুকু লোক চলাচল এখনও হচ্ছে তাও এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে একলাফে ‘আরও অনেকখানি কমিয়ে আনা দরকার’ বলে সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকায় জানিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। এর করোনা ভাইরাসের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যে গত শনিবার হংকংয়ে জরুরী অবস্থা ঘোষণা করেন লাম। সে সময় হংকং ও চীনের উহানের মধ্যকার সব ফ্লাইট এবং দ্রুতগতির রেল যোগাযোগ বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছিল। ওই ঘোষণার মাত্র দুদিন পরই এক সংবাদ সম্মেলনে চীনের সঙ্গে যাতায়াত বন্ধের নতুন ঘোষণা দিলেন লাম। সবুজ একটি মাস্ক পরে লাম সংবাদ সম্মেলনে কথা বলেন। এ সময় হংকংয়ের অধিবাসীদের যত দ্রুত সম্ভব চীন থেকে ফেরত আসার আহ্বান জানান তিনি।
×