ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাহমুদুল্লাহ, তামিম, মুস্তাফিজকে নিয়ে ভাবনায় পাকিস্তান

প্রকাশিত: ১১:৩৫, ২৪ জানুয়ারি ২০২০

  মাহমুদুল্লাহ, তামিম, মুস্তাফিজকে  নিয়ে ভাবনায় পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের বিরুদ্ধে লাহোরে আজ তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম টি২০তে খেলতে নামবে বাংলাদেশ। এ সিরিজে বাংলাদেশের তিন ক্রিকেটার অধিনায়ক ও স্পিন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ, ওপেনার তামিম ইকবাল ও ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভাবনায় আছে পাকিস্তান। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজাই যেমন এ তিন ক্রিকেটারের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। এক ইউটিউব বার্তায় রমিজ জানান, পাকিস্তানের জন্য এ তিন ক্রিকেটার বিপজ্জনক হয়ে ধরা দিতে পারে। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে রমিজ বলেন, ‘মাহমুদুল্লাহর ফর্ম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অধিনায়কত্ব ছাড়াও নিচের দিকে তার ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। নেতৃত্বের কারণে অনেক সময় ব্যক্তিগত পারফর্মেন্স ভাল হয়। আমার মনে হয় মাহমুদুল্লাহর কাছ থেকে এমন কিছু দেখা যেতে পারে।’ তামিমকে নিয়ে জানাতে গিয়ে রমিজ বলেন, পাকিস্তানের জন্য সমস্যা তৈরি করবে, ‘তামিম একজন অভিজাত বাঁ হাতি ব্যাটসম্যান। সে অভিজ্ঞ এবং স্পিন খুব ভাল খেলে। আক্রমণের সময় দেখতে দুর্দান্ত লাগে। টি২০ ক্রিকেটে ভাল শুরু খুব গুরুত্বপূর্ণ। সে সাধারণত দলকে ভাল শুরু এনে দেয়। একবার সেট হয়ে গেলে পাকিস্তানের জন্য সে অনেক সমস্যা তৈরি করবে।’ মুস্তাফিজকে ভয়ঙ্কর বলে আখ্যা দেয়ার সঙ্গে রমিজ জানান, ‘মুস্তাফিজের মধ্যে একটা হিসহিস ব্যাপার আছে। সে তরুণ এবং পরিশ্রমী। দুর্দান্ত ওয়ানডে পরিসংখ্যান। পেসেও ভাল বৈচিত্র্য আনতে পারে। গতির কারণে তার সিমের ডেলিভারিগুলোও বেশ ভাল। বাঁ হাতের এ্যাঙ্গেল (কোণের ব্যবহার) থেকেও বেশ সাহায্য পেয়ে থাকে। সে একটি পরিপূর্ণ প্যাকেজ। পরিপূর্ণ বোলার। তার ফর্ম বাংলাদেশের ভাল করার নিয়ামক হয়ে উঠতে পারে।’ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সাড়ে ১১ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে গেছে। সফরে যাওয়ার আগে বাংলাদেশ টি২০ দলের ক্রিকেটাররা সবাই আছেন ফর্মে। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ খেলেছেন সবাই। দুর্দান্ত নৈপূণ্যও দেখিয়েছেন। ব্যাট হাতে মাহমুদুল্লাহ রিয়াদ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ৭ ম্যাচে ৪০.২০ গড়ে ২০১ রান করার সঙ্গে ৩ উইকেট নিয়েছেন। ইনজুরির জন্য শুরু থেকে নিয়মিত ম্যাচ খেলতে পারেননি মাহমুদুল্লাহ। ব্যাট হাতে তামিম দেখিয়েছেন ঝলক। ফর্মহীনতায় ভুগছিলেন। ফর্মে ফেরার জন্য বিশ্রাম নেন। নিজেকে তৈরি করেন। অবশেষে বিপিএলে এসে ফর্ম ফিরে পান। ব্যাটিংয়ে রান সংগ্রাহকের তালিকায় সপ্তম স্থানে থাকেন। ১২ ম্যাচে ৩৯.৬০ গড়ে ঢাকা প্লাটুনের হয়ে ৩৯৬ রান করেন। যদিও তামিমের ধীরে ব্যাটিং করার বিষয়টি সবার নজরেই আসে। তবে আন্তর্জাতিক ম্যাচে সেইরকমটি দেখা নাও যেতে পারে। মুস্তাফিজ তো এবার বিপিএলে সেরা উইকেট শিকার করা বোলারই হয়েছেন। শুরুতে তার বোলিং নিয়ে সমালোচনা ছিল। কিন্তু দিন যত গড়িয়েছে ততই মুস্তাফিজের তকমাও বেড়েছে। রংপুর রেঞ্জার্সের হয়ে ১২ ম্যাচ খেলে ২০ উইকেট শিকার করে সেরা উইকেট শিকারি বোলার হয়েছেন মুস্তাফিজ। বিপিএলে পাকিস্তান সফরের বাংলাদেশ টি২০ দলে থাকা ক্রিকেটাররাও দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। তবে শুরুতে তামিম, মাঝপথে ব্যাটিংয়ে এবং স্পিনে মাহমুদুল্লাহ এবং বল হাতে শুরুতে মুস্তাফিজ যদি নিজেকে মেলে ধরতে পারেন তাহলে পাকিস্তানের বিপদ আসা স্বাভাবিক। আর তাই মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান পাকিস্তানের বারোটা বাজাতে পারেন বলে মনে করছেন রমিজ রাজা। এখন তা হলেই ভাল হয়। পাকিস্তানের মাটিতে কখনই যে ম্যাচ জেতা যায়নি, এবার জয়ের ধারায় ফিরলেই হয় বাংলাদেশকে।
×