ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হারারে টেস্ট

জিম্বাবুইয়ের দারুণ শুরু

প্রকাশিত: ১১:৪৬, ২০ জানুয়ারি ২০২০

   জিম্বাবুইয়ের দারুণ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন পর টেস্ট খেলছে জিম্বাবুইয়ে। নতুন অধিনায়ক শন উইলিয়ামসের নেতৃত্বে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তাদের শুরুটা হয়েছে দুর্দান্ত। টস জিতে ব্যাটিং নেয়া স্বাগতিকরা এক পর্যায়ে বিনা উইকেটে ৯৬ রান তুলে নেয়। ৫৫ রান করা প্রিন্স মাসভারুকে ফিরিয়ে লঙ্কানদের প্রথম সাফল্য এনে দেন লাসিথ এমবুদেনিয়া। রবিবার প্রথমদিন চা-বিরতির আগে এ রিপোর্ট লেখার সময় ওই ১ উইকেট হারিয়ে ৭০ ওভারে জিম্বাবুইয়ের সংগ্রহ ছিল ১৪৮। অভিষিক্ত ওপেনার কেভিন কাসুজা ৫৭ এবং ক্রেইগ অরভিন ৩৪ রান নিয়ে ক্রিজে ছিলেন। জিম্বাবুইয়ে সর্বশেষ টেস্ট খেলেছে সেই ২০১৮ সালে বাংলাদেশ সফরে। দেশটির ক্রিকেট বোর্ডে (জেডসি) সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে গত বছর জুলাইয়ে জিম্বাবুইয়েকে সাময়িক নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে তিন মাস পরই সেটি তুলে নেয়া হয়। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম টেস্ট খেলছে আফ্রিকান জায়ান্ট কিলাররা। ঘরের মাটিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। জিম্বাবুইয়ে দলেও এসেছে ব্যাপক পরিবর্তন। নতুন টেস্ট অধিনায়ক শন উইলিয়ামস। অন্যদিকে বহুল আলোচিত পাকিস্তান সফরে বিধ্বস্ত দিমুথ করুনারত্নের নেতৃত্বে লঙ্কানরা এই সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে ঘুরে দাঁড়াতে চাইবে।
×