ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফিফার জরিমানা বাফুফেকে

প্রকাশিত: ১১:৫০, ২ জানুয়ারি ২০২০

ফিফার জরিমানা বাফুফেকে

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের ১০ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও কাতারের মধ্যে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সে ম্যাচে ২-০ গোলে হেরেছিল স্বাগতিক বাংলাদেশ। ওই ম্যাচে কিছু দর্শক গ্যালারির সামনের ফেন্সিংয়ে উঠে গিয়েছিল। ফিফার আইনে এটা গর্হিত অপরাধ। ফলে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিরুদ্ধে। ওই ঘটনার জন্য বাফুফেকে জরিমানা দিতে হবে ফিফাকে। এর পরিমাণ ১৩ লাখ ২২ হাজার ১৩৮ টাকা (১৫ হাজার সুইস ফাঁ)। এখানেই শেষ নয়। বাফুফের জন্য আরেকটি দুঃসংবাদ শুনিয়েছে এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন)। তারা বাফুফেকে সতর্ক করেছে তাদের বেতনভুক্ত কোচরা দায়িত্বে গরহাজির থাকায়। বাফুফের যে ১৯ কোচ আছেন এএফসি’র বেতনভুক্ত, তাদের ১৫ জনই নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর দিতেন না, কিংবা অনুপস্থিত থাকতেন। তাদের মোট ২৮ হাজার মার্কিন ডলার বেতন কেটে নিয়ে বাফুফেকে সতর্ক করেছে এএফসি। বিজিবি চ্যাম্পিয়ন হ্যান্ডবলে স্পোর্টস রিপোর্টার ॥ এক্সিম ব্যাংক জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শেষ হয়েছে। ফাইনাল খেলায় বিজিবি ৩১-১৭ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রবিউল আওয়াল প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এছাড়া অপর ম্যাচে বাংলাদেশ আনসার ৩৫-২৪ গোলে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে। পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ী ও বিজিত দলসমূহের মাঝে পুরস্কার বিতরণ করেন।
×