ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

৩ কোম্পানির লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ০৯:১০, ২৫ ডিসেম্বর ২০১৯

৩ কোম্পানির লভ্যাংশ অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ২০১৮-১৯ অর্থবছরের জন্য লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। কোম্পানিগুলো হচ্ছে খাদ্য খাতের ন্যাশনাল টি ও আইটি খাতের বিডিকম এবং ড্যাফোডিল কম্পিউটার্স। ডিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার রাজধানীর কাওরানবাজারে টিসিবি অডিটরিয়ামে ন্যাশনাল টি কোম্পানির ৪১তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ২২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়। আলোচ্য সময়ে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৬ টাকা ৮ পয়সা। ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭৪ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৫৩ টাকা ২৭ পয়সা। এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বিডিকমের লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এ বছর শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে সুগন্ধা কনভেনশন হলে অনুষ্ঠিত কোম্পানির ২৩তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। অন্যদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স এর লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।
×