ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বব্যাপী ছাত্র উদ্যোক্তা পুরস্কার ২০২০ ঘোষণা

প্রকাশিত: ১২:০৭, ৬ ডিসেম্বর ২০১৯

বিশ্বব্যাপী ছাত্র উদ্যোক্তা পুরস্কার ২০২০ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনার এ্যাওয়ার্ড (জিএসইএ) ২০২০ ঘোষণা করল এন্টারপ্রেনার্স অর্গানাইজেশন- ইও বাংলাদেশ। প্রতিযোগিতায় নির্বাচিত শিক্ষার্থী উদ্যোক্তার জন্য পুরস্কার হিসেবে থাকছে চল্লিশ হাজার মার্কিন ডলার। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যে কোন উদ্যোক্তা ছাত্রছাত্রী আগামী ১ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবে। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইও বাংলাদেশের প্রেসিডেন্ট ও আমান স্পিনিং মিল লিমিটেডের ভাইস চেয়ারম্যান তাহসিন আমান ও কাজী আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক কাজী। এ সময় উপস্থিত ছিলেন ইও বাংলাদেশের প্রেসিডেন্ট ইলেক্ট ও মেম্বারশিপ চেয়ার জারিন মাহমুদ, স্পেলবাউন্ড লিও বার্নেটের কো-ফাউন্ডার ও চেয়ারম্যান গাজী গোলাম সারোয়ার। সংবাদ সম্মেলনে জানানো হয়, জিএসইএ পুরস্কার ২০২০ এর জন্য সেমিফাইনাল আগামী ৭ ও ৮ জানুয়ারি এবং গ্রান্ড ফাইনাল ১১ জানুয়ারি রাজধানীর তেজগাঁও এ আরটিভি স্টুডিওতে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আন্তর্জাতিকভাবে পুরস্কারের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে।
×