ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্র থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করবে মিসর

প্রকাশিত: ১১:৫৪, ২৯ নভেম্বর ২০১৯

 যুক্তরাষ্ট্র থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করবে মিসর

অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্র থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করবে মিসর। এ লক্ষ্যে টেক্সাসের জ্বালানি খাতের প্রতিষ্ঠান নোবেল এনার্জির সঙ্গে ৪৩ কোটি ডলারের চুক্তি করেছে মিসরের ডলফিনাস হোল্ডিংস। যুক্তরাষ্ট্র ও মিসরের জ্বালানি খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তিতে মধ্যস্থতা করেছে ইস্ট মেডিটেরানিয়ান গ্যাস কোম্পানি। চুক্তি অনুযায়ী, এ প্রকল্পে বিনিয়োগ করবে ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন। মিসর জানায়, ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুত কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্যই এ গ্যাস আমদানির পরিকল্পনা করা হয়। প্রস্তাবিত ওই বিদ্যুত কেন্দ্রে বিনিয়োগের জন্য ইউরোপীয় ব্যাংক ফর রিকন্সট্রাকশন এ্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে ২০ কোটি ডলারের চুক্তি করেছে মিসর।
×