ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে এবার ঘড়িকান্ড

প্রকাশিত: ০৮:৩৮, ২৯ নভেম্বর ২০১৯

 কুড়িগ্রামে এবার ঘড়িকান্ড

স্টাফ রিপার্টার, কুড়িগ্রাম ॥ চিলমারী উপজেলার দক্ষিণ রাধাবল্লভ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি সাধারণ দেয়ালঘড়ির মূল্য ধরা হয়েছে ৮ হাজার ৫০০ টাকা। এছাড়া নিম্নমানের কাঠ দিয়ে তৈরি একটি টেবিল ৮ হাজার এবং চেয়ারের মূল্য ৬ হাজার টাকা। বিল দেখে চক্ষু চড়কগাছ খোদ শিক্ষকদের। ঘটনা জানাজানি হলে হৈ চে শুরু হয় উপজেলাজুড়ে। থানাহাট ইউনিয়নের দক্ষিণ রাধাবল্লভ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপকরণ ক্রয়ে এ দুর্নীতি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, স্কুলের উন্নয়নের বরাদ্দ থেকে তিনি আসবাবপত্রসহ এক লাখ টাকার মাল ক্রয় করেছেন। এরমধ্যে জিপিআরএস মেশিন ক্রয় বাবদ ১২ হাজার টাকা, মা সমাবেশ করা বাবদ ৩ হাজার টাকা, ক্যাপ ৮ হাজার টাকা, বায়োমেট্রিক মেশিন রাখার জন্য কেস ১ হাজার টাকা, বায়োমেট্রিক হাজিরা ডিভাইস ক্রয় বাবদ ১৫ হাজার টাকার ভাউচার দেখান। কিন্তু হাজিরা ডিভাইজটি তিনি দেখাতে ব্যর্থ হন। এদিকে ১ হাজার টাকা দেয়ালঘড়ির মূল্য সাড়ে ৮ হাজার টাকা ভাউচার করায় খোদ স্কুলের অন্যান্য শিক্ষক বিস্ময় প্রকাশ করেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক এমদাদুল হক অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বিদ্যালয়ের রুটিন মেনটেন্যান্স ও স্লিপ গ্রান্ডের অর্থে এসব উন্নয়ন কাজ করেছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এডব্লিউএম রায়হান শাহ্ জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×