ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ

প্রকাশিত: ১১:৪৫, ২৮ নভেম্বর ২০১৯

 আড়াইহাজারে বেতনের  দাবিতে পোশাক শ্রমিকদের  অবরোধ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে পুরিন্দা এলাকায় ওয়াসেক গ্রুপের ফোরউইংস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। বুধবার সকাল ৯টায় শ্রমিকরা ২ ঘণ্টা মহাসড়কে অবস্থান করে এ বিক্ষোভ প্রদর্শন করে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পুলিশ ও শ্রমিকরা জানায়, বুধবার সকালে ওয়াসেক গ্রুপের ফোরইউংস পোশাক কারখানায় শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শ্রমিকরা সকাল ৯টায় পুরিন্দা এলাকায় এসে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা মহাসড়কে অবস্থান নিয়ে অক্টোবর মাসের বেতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। অবরোধের কারণে মহাসড়কে সব ধরেনর যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। খবর পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। শ্রমিকরা জানায়, আজ নবেম্বর মাসের ২৭ তারিখ। অথচ কর্তৃপক্ষ অক্টোবর মাসের বেতন এখনও পরিশোধ করেননি। এতে আমাদের বাসা ভাড়া ও খাওয়াসহ নানাবিধ সমস্যা পড়তে বাধ্য হচ্ছি। ইউএনও সোহাগ হোসেন বলেন, অক্টোবর মাসের বেতনের দাবিতে ওয়াসেক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল।
×