ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

আয়কর জমা দেয়ার সময় বাড়ল

প্রকাশিত: ০৬:৩৮, ২৭ নভেম্বর ২০১৯

আয়কর জমা দেয়ার সময় বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর জমা দেয়ার শেষ দিন ছিল চলতি মাসের ৩০ তারিখ। কিন্তু পরপর দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় একদিন সময় বাড়ালো এনবিআর। পহেলা ডিসেম্বর রবিবার বিকাল ৫টা পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মোমেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জমা দেয়ার শেষের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু শুক্রবার বন্ধ থাকবে এবং যথারীতি শনি ও রোববার (১ ডিসেম্বর) আয়কর জমা দিতে পারবেন গ্রাহকরা। এটা মূলত আয়কর প্রদানকারীদের সুবিধার কথা চিন্তা করে আমরা করেছি। এর আগে হয়রানিমুক্ত আয়কর ও রিটার্ন দাখিলের জন্য সপ্তাহব্যাপী জাতীয় কর মেলার আয়োজন করে এনবিআর।
×