ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোষ্ঠী সংঘাত উস্কে দিতে পারে লেবাননের চলমান বিক্ষোভ

প্রকাশিত: ০৮:৩১, ২৭ নভেম্বর ২০১৯

গোষ্ঠী সংঘাত উস্কে দিতে পারে লেবাননের চলমান বিক্ষোভ

লেবানন বিক্ষোভকারী ও ইরান সমর্থিত প্রভাবশালী শিয়া গ্রুপের মধ্যে চলমান সংঘর্ষে দেশটির সেনা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেশ নাজুক স্থানে রয়েছে। ফলে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার হুমকি তৈরি হয়েছে। খবর আল-জাজিরা ও এপির। দেশটিতে চলমান বিক্ষোভ কয়েক সপ্তাহে গড়ালেও সরকার বিরোধী বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বেগ পেতে হচ্ছে। অপরদিকে ইরাকে চলমান সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের হাতে অন্তত ৩৪০ বিক্ষোভকারী নিহত হয়েছে। গত মাসে লেবাননের বিক্ষোভকারীরাও পুলিশের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। রাতভর সংঘর্ষে লেবাননের এলিট বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভকারীরা প্রচ- প্রতিরোধের চেষ্টা চালায়। লেবাননে যুক্তরাষ্ট্র প্রশিক্ষিত সৈন্য বৃদ্ধির প্রেক্ষাপটে সঙ্কটের সূচনা হয়। রবিবার রাতে বিক্ষোভকারীদের হামলার প্রেক্ষাপটে এক বার্তায় হিজবুল্লাহ জানায়, লেবাননে হিজবুল্লাহবিরোধী আক্রমণ ঠেকাতে তারা রাজনৈতিক শক্তি ব্যবহার করতে চায়। এরপরও লেবানন সেনাবাহিনী নিরুত্তর থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে যে, নিজেদের মধ্যে বিভক্তির আশঙ্কা থেকেই সেনাবাহিনী হয়ত নিরপেক্ষ অবস্থানে থাকার চেষ্টা করছে। বৈরুত সেন্ট জোসেপ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ফাদিয়া কিওয়ান বলেন, লেবানের বিক্ষোভ নিয়ে সেনাবাহিনী বহুমুখী চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর ফলে তারা সাবধানে এগুচ্ছে। তিনি বলেন, সেনাবাহিনী বিক্ষোভকারীদের রক্ষা ও স্বাধীন মত প্রকাশের পরিবেশ তৈরির ঘোষণা দিয়েছে। আবার চলমান বিক্ষোভে কিভাবে সহিংসতা বন্ধ করা যায় তা নিয়েও হিমশিম খাচ্ছে।
×