ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আর্থিক খাতের ৪৩ শতাংশের মুনাফা বেড়েছে

প্রকাশিত: ১১:২৯, ২২ নভেম্বর ২০১৯

আর্থিক খাতের ৪৩ শতাংশের মুনাফা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে নন-ব্যাংকিং আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ৪৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে (‘জানুয়ারি-সেপ্টেম্বর’ ২০১৯) এই মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আর্থিক খাতে ২৩টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১টি চলতি অর্থবছরের ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯টির বা ৪৩ শতাংশের ইপিএস বেড়েছে, ইপিএস কমেছে ৭টির বা ৩৩ শতাংশের এবং ৫টির বা ২৪ শতাংশের শেয়ারপ্রতি লোকসান হয়েছে। ইপিএস সর্বোচ্চ বেড়েছে প্রিমিয়ার লিজিংয়ের। কোম্পানিটির ইপিএস ৩২৫ শতাংশ বেড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ২২৪ শতাংশ বিডি ফাইন্যান্সের ও তৃতীয় সর্বোচ্চ প্রাইম ফাইন্যান্সের ১০৪ শতাংশ ইপিএস বেড়েছে। আর ইপিএস সবচেয়ে কম ১ শতাংশ বেড়েছে ডিবিএইচের। ৯ মাসে ইপিএস সবচেয়ে বেশি কমেছে ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের (আইএলএফএসএল)। এ সময়ে কোম্পানিটির ইপিএস কমেছে ৮১ শতাংশ। আর ইপিএস সবচেয়ে কম অর্থাৎ ৯ শতাংশ কমেছে জিএসপি ফাইন্যান্সের। ৯ মাসে লোকসান হয়েছে ৫টি কোম্পানির। এ সময়ে মুনাফা থেকে লোকসানে গেছে ২টি কোম্পানি, আগের অর্থবছরের একই সময় থেকে চলতি অর্থবছরের ৯ মাসে লোকসান বেড়েছে ২টির আর লোকসান কমেছে ১টি কোম্পানির। মুনাফা বেড়েছে ॥ প্রিমিয়ার লিজিং, বিডি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, আইপিডিসি, ইসলামিক ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ও ফাইন্যান্স এবং ডিবিএইচ। মুনাফা কমেছে ॥ ইন্টারন্যাশনাল লিজিং, ফাস ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স, আইডিএলসি, ইউনাইটেড ফাইন্যান্স ও জিএসপি ফাইন্যান্স। লোকসানে রয়েছে ॥ ইউনিয়ন ক্যাপিটাল, মাইডাস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স ও বিআইএফসি।
×