ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অন্যরকম ॥ এবার পুরুষদের জন্মনিরোধক ইনজেকশন

প্রকাশিত: ০৯:১২, ২২ নভেম্বর ২০১৯

অন্যরকম ॥ এবার পুরুষদের জন্মনিরোধক ইনজেকশন

এবার পুরুষরাও জন্মনিরোধ করতে পারবে সহজ পদ্ধতিতে। ভারতীয় বিজ্ঞানীরা এমন একটি ইনজেকশন আবিষ্কার করেছেন যা দিয়ে পুরুষের শুক্রাণু দীর্ঘমেয়াদে ধ্বংস করা যাবে। একটা সময় ছিল যখন নিম্নবিত্ত আর মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ন্ত্রণের দায় ছিল শুধুই নারীর ওপর। নতুন এক ইনজেকশনের খোঁজ দিলেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) গবেষকরা। তারা বলছেন, ইনজেকশনটি শীঘ্রই বাজারে ছাড়া হবে। অপেক্ষা শুধু ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিসিজিআই) অনুমোদনের। আইসিএমআর-এর গবেষক আরএস শর্মা বলেন, ‘শীঘ্রই ইনজেকশনটি বাজারে আসবে। ইতোমধ্যে তিন ধাপে এর নানা পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।’ এছাড়া তিনবার পরীক্ষামূলকভাবে ইনজেশকটি ব্যবহার করা হয়েছে। যাতে তারা সন্তুষ্ট। ‘মোট ৩০৩ পুরুষের উপর এই ইনজেকশন প্রয়োগ করে দেখা গেছে ৯৭ দশমিক ৩ শতাংশ ক্ষেত্রেই ফলাফল আমাদের অনুকূলে এসেছে। -এনডিটিভি
×