ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাবির ২ ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার

প্রকাশিত: ০৯:৪১, ১৯ নভেম্বর ২০১৯

রাবির ২ ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে আবাসিক হলের ভেতর ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার এম এ বারি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই ঘটনায় তিনজনকে আসামি করে দায়ের করা হত্যা চেষ্টা মামলায় শনিবার এক শিক্ষার্থীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ। প্রতিবাদে সোমবার দুপুরে বিশ^বিদ্যালয়ে মানববন্ধন করে আসামিদের সহপাঠীরা। জানা যায়, গত শুক্রবার বিশ^বিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের ২৫৪ নম্বর কক্ষে মাদক সেবনের অভিযোগে ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহরাব মিয়াকে রড ও কাঠ দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে ইসলামিক স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম (আসিফ লাক) ও বাংলা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী হুমায়ুন কবির নাহিদ। পরে সোহরাবকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সহপাঠীরা জানায়, তার মাথায় একাধিক সেলাই দেয়া হয়েছে এবং বাঁ হাতের হাড়ে ফাটল ধরেছে। আসিফ ও নাহিদ দুজনেই ছাত্রলীগ কর্মী বলে জানা যায়। মারধরের পর ফোন বন্ধ রেখে তারা ‘গা ঢাকা’ দিয়েছে।
×