ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্যাডেট কলেজে ভর্তি ॥ সাফল্য পেতে করণীয়

প্রকাশিত: ১১:৫৮, ১০ নভেম্বর ২০১৯

ক্যাডেট কলেজে ভর্তি ॥ সাফল্য পেতে করণীয়

দেশের ১২টি ক্যাডেট কলেজে (ছেলেদের জন্য ৯টি, মেয়েদের ৩টি) ২০২০ সালে সপ্তম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া ৩ নবেম্বর থেকে শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি। ভর্তি পরীক্ষার ধরন বরাবরের মতো এবারও ৩০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইংরেজী ও গণিত প্রতিটি বিষয়ে রয়েছে ১০০ নম্বর। আর বাংলায় ৬০ ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর। সেই সঙ্গে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনের যোগ্যতা ১. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ২. ষষ্ঠ শ্রেণী বা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৩. ১ জানুয়ারি ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে। ৪. ছেলেমেয়ে উভয় ধরনের প্রার্থীর উচ্চতা ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে। সেইসঙ্গে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। সফল হতে করণীয় ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা অন্য সব প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে একেবারেই আলাদা। এ ছাড়া পরীক্ষার্থীর সংখ্যাও থাকে অনেক বেশি। তাই এ পরীক্ষায় কাক্সিক্ষত সাফল্য পেতে দরকার অধ্যবসায় ও সঠিক গাইডলাইন। এক্ষেত্রে পরীক্ষা সামনে রেখে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানে বিশেষ প্রস্তুতি প্রোগ্রামে অংশগ্রহণ কাক্সিক্ষত সাফল্য পেতে ভূমিকা রাখে। আবেদন প্রক্রিয়া থেকে যেহেতু শুরু গেছে সেহেতু জোরেশোরে প্রস্তুতির কোন বিকল্প নেই। ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রস্তুতিসহায়ক দেশের সেরা প্রতিষ্ঠান হচ্ছে ঐতিহ্যবাহী শহীদ ক্যাডেট একাডেমি। সার্ভিস ও সাফল্য সম্পর্কে প্রতিষ্ঠানটির উত্তরা শাখার পরিচালক বলেন, ‘সঠিক গাইডলাইন মেনে নিয়মিত পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের নিজেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। তাহলেই কাক্সিক্ষত সাফল্য আসবে। পরীক্ষার সব ধাপ ভালভাবে উতরিয়ে কিভাবে চূড়ান্ত লাভ করা যায় আমরা ঠিক সেভাবেই শিক্ষার্থীদের গড়ে তুলি। এজন্য আমাদের রয়েছে একঝাঁক অভিজ্ঞ শিক্ষক।’ পরীক্ষা সামনে রেখে প্রতিষ্ঠানটিতে বিশেষ প্রস্তুতি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি চলছে। সেইসঙ্গে যারা ২০২১ সালে ক্যাডেট ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাচ্ছ তাদের জন্যও রয়েছে বছরব্যাপী প্রস্তুতি প্রোগ্রাম। বিস্তারিত জানতে ফোনÑ০১৭১৪৩৫৯৬৯২, ০১৬৭১-৫০৩৬৮০। আবেদনের লিংক : অনলাইনে আবেদন নি¤েœাক্ত দুটি লিংকের মাধ্যমে করতে হবে। এগুলো হলো https://cadetcollegeadmission.army.mil.bd evww w.cadetcollege.army.mil.bd
×