ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দীপু হাজরার বিশেষ টেলিফিল্ম ‘গিনিপিগ’

প্রকাশিত: ০৯:২৭, ৯ নভেম্বর ২০১৯

দীপু হাজরার বিশেষ টেলিফিল্ম  ‘গিনিপিগ’

সংস্কৃতি ডেস্ক ॥ জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টেলেভিশনে শনিবার রাত ৮-৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘গিনিপিগ’। অঞ্জন আইচ রচিত টেলিফিল্মটি পরিচালনা করেছেন দীপু হাজরা। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, নাজিয়া হক অর্ষা, তারিক স্বপন, সুজাত শিমুল, সূচনা আজাদ ও অঞ্জন আইচসহ অনেকে। ‘গিনিপিগ’ টেলিফিল্মের গল্পে দেখা যাবে সবুজ ও বাদশা দুই বন্ধু। একটি ট্যুর কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে ঘুরতে আসে নেপালে। দলটিতে একজন গাইডের মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখাবে বলে চুক্তি হয়। দুই বন্ধু পাহাড়ে হাঁটছিল, হঠাৎ তাদের পায়ে আটকে গেল একটি কষ্টি পাথরের মূর্তি। যা অতি মূল্যবান। এ মূর্তি এখন কি করবে দুই বন্ধু ভেবে পায় না। অগত্যা পরামর্শের জন্য উপস্থিত হয় গাইড রাহুলের সামনে। রাহুলও মূর্তিটি দেখে চিনে ফেলে। সে পরামর্শ দেয় যাতে মূর্তিটি নেপালেই যেন বিক্রি করে যাওয়া হয়। আর এই কাজে সহযোগিতা করবে রাহুল কিন্তু তাকে বিক্রিত টাকার ২৫% দিতে হবে। এ কান ও কান করতে করতে দলের অন্য মহিলা সদস্য অবন্তীও বিষয়টি জেনে ফেলে। সেও মূর্তিটি হজম করতে চায়। এ ভাবেই এগিয়ে চলে ‘গিনিপিগ’ টেলিফিল্মের গল্প।
×