ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌরভ-কোহলির একই স্বপ্ন

প্রকাশিত: ১১:৪৯, ২৬ অক্টোবর ২০১৯

 সৌরভ-কোহলির একই স্বপ্ন

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নেন সৌরভ গাঙ্গুলী। বিশ্বের ক্ষমতাধর বোর্ডের মসনদে এখন কলকাতার দাদাবাবু। স্মার্ট, ব্যক্তিত্বসম্পন্ন সাবেক ভারত অধিনায়ক এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম আলোচিত ইস্যু। পরদিন বৃহস্পতিবার মুবাইয়ে বিসিসিআই’র সদর দফতরে সৌরভের সঙ্গে দেখা করেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলিসহ বর্তমান দলের অনেকেই। সেখানে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি২০ ও টেস্ট সিরিজের দল ঘোষণা করা হয়। ভারতীয় ক্রিকেটের রূপরেখা নিয়ে আলোচনা করেন মাঠ ও মাঠের বাইরে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ ক্ষমতাধর দুই তারকা। ‘সৌরভ এমন একজন মানুষ, যে অতীতে অনেক ক্রিকেট খেলেছে। সে জানে আমরা এখন কি পরিস্থিতিতে আছি এবং কি করা উচিত। আমি নিশ্চিত এই সাক্ষাতটা দারুণ কাজে লাগবে’ বলেন কোহলি। যদিও বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজে বিশ্রামে থাকবেন সুপার কোহলি। সেখানে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। যে দলে সুযোগ পেয়েছেন শিবম দুবে, সঞ্জু স্যামসনের মতো তরুণ, প্রত্যাশিতভাবেই নিজেকে সরিয়ে রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। তিন ম্যাচের টি২০ শেষে টেস্টে ফিরবেন কোহলি। মুম্বাইয়ে আগেরদিন দায়িত্ব নেয়ার সময়ই অবশ্য বর্তমান অধিনায়ক, প্রধান কোচসহ (রবি শাস্ত্রী) অনেক বিষয়ে কথা বলেন সৌরভ, ‘আমি সত্যিই জানি না সিওএ’র সঙ্গে কোহলি ও রবির কেমন সময় গেছে। কিন্তু এখন নতুন বোর্ড দায়িত্ব নিয়েছে। প্রয়োজনীয় আলোচনা এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমেই সবকিছু করা হবে। কিন্তু সবারই নিশ্চিত হতে হবে যে আমরা এখানে আছি তাদের জীবন প্রবাহকে সহজ করে তোলার জন্য। তাদের জীবনটাকে কঠিন করে তুলতে আসিনি আমরা। তবে সবকিছুই হবে পারফর্মেন্সের ভিত্তিতে। এটাই সবচেয়ে জরুরী বিষয় এবং এটাই আসলে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত নির্ধারণ করে দেবে।’ তবে সৌরভ পরিষ্কার করে দিয়েছেন যে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কোহলি। এ কারণেই তাকে নিয়ে তিনি আরও বলেন, ‘আমরা এখানে আছি তার সহযোগিতা ও সমর্থনের জন্য। তার কথা শোনার জন্য আমরা আছি এখানে। আমি নিজে অধিনায়ক ছিলাম এবং সেই অবস্থানে থাকার কারণেই আমি জানি কিভাবে এটা চালিয়ে যেতে হবে। পারস্পরিক সম্মান এখানে জরুরী বিষয় এবং সে কারণেই পারস্পরিক আলোচনায় খেলার জন্য যা ভাল তাই করতে হবে।’ এরপরই সামনে চলে আসে বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গ। এবার ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দলে নেই তিনি। সৌরভ আগেই জানিয়েছিলেন দায়িত্ব নেয়ার পর নির্বাচকদের সঙ্গে ও ধোনির সঙ্গে আলোচনা করেই মন্তব্য করবেন। দায়িত্ব নেয়ার পর তিনি বলেন, ‘চ্যাম্পিয়নরা খুব দ্রুত ফুরিয়ে যায় না। আমি জানি না তার মনে এখন কি চলছে, ক্যারিয়ার নিয়ে তিনি কি ভাবছেন। কিন্তু যখনই একটু বসে তিনি কি করেছেন সেটা ভাববেন, তখনই বিস্ময় প্রকাশ করতে হবে। এখনও তার সঙ্গে আমার কথা হয়নি।’ নতুন বোর্ড প্রেসিডেন্ট আরও যোগ করেন, ‘দ্রুতই সাক্ষাত করে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা একজনের সঙ্গে কথাবার্তা হবে আমার। তবে পুরো বিষয়টিই ধোনির ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভরশীল।’
×