ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় বিভাগ দাবা লিগে ইসফট এরিনা শীর্ষে

প্রকাশিত: ০৯:০১, ৮ অক্টোবর ২০১৯

দ্বিতীয় বিভাগ দাবা লিগে ইসফট এরিনা শীর্ষে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন এয়ার কন্ডিশনার দ্বিতীয় বিভাগ দাবা লিগের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ইসফট এরিনা চেস ক্লাব (জুনিয়র) ১১ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। মর্নিং গ্লোরি চেস ক্লাব কুষ্টিয়া ‘এ’ ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশ প্রাইম চেস, বাংলাদেশ পুলিশ চেস ক্লাব এবং এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (ধানমণ্ডি) যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ক্রীড়া কক্ষে ষষ্ঠ রাউন্ডের খেলায় ইসফট এরিনা চেস ক্লাব ২.৫-১৫ গেম পয়েন্টে মর্নিং গ্লোরি চেস ক্লাব কুষ্টিয়া ‘বি’ কে, মর্নিং গ্লোরি চেস ক্লাব কুষ্টিয়া ‘এ’ ৪-০ গেম পয়েন্টে আসাদ চেস ক্লাবকে, বাংলাদেশ পুলিশ প্রাইম চেস ৪-০ গেম পয়েন্টে ম্যানহা’স ক্যাসলকে, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (ধানমণ্ডি) ২১.-১.৫ গেম পয়েন্টে ব্র্যাক বিশ^বিদ্যালয়কে, বাংলাদেশ পুলিশ চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে গোয়ালন্দ চেস ক্লাবকে, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় চেস ক্লাব (ইউনিকর্ন) ২.৫-১.৫ গেম পয়েন্টে ডিপিএস-এসটিএস স্কুল চেস টিম (রেড)-কে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব ম্যাকাও ২.৫-১.৫ গেম পয়েন্টে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (উত্তরা)-কে, গেন্ডারিয়া ফ্রেন্ডস চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে দেবনএয়ার চেস ক্লাবকে, ডিপিএস-এসটিএস স্কুল চেস টিম (গ্রিন) ৩-১ গেম পয়েন্টে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সটি টিম-২কে এবং এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (গ্রিন) ৪-০ গেম পয়েন্টে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (টাইগার) কে হারায়। সোনারগাঁও চেস ক্লাব-এ ২-২ গেম পয়েন্টে ৬৪ স্কয়ার চেস ক্লাবের সাথে, লার্নিং চেস একাডেমি ২-২ গেম পয়েন্টে মাসুদ স্পোর্টস চেস ক্লাবের সাথে এবং রাশেদ মেমোরিয়াল চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে তিতাস ক্লাবের সাথে ড্র করে। ক্যাসপারভ চেস ক্লাব (ব্লু) ৪-০ গেম পয়েন্টে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সটি টিম-১ এর বিরুদ্ধে ওয়াকওভার পায়। বাংলাদেশ শিশু একাডেমি ‘এ’ রাউন্ডে বাই পায়।
×