স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রবিবার ৮ আদর্শ শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়েছে। যশোর শিক্ষাবোর্ড অডিটরিয়ামে শিক্ষাতথ্য ও গবেষণা প্রতিষ্ঠান ডাঃ আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন, যশোরের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্দুল আলীম। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যশোর সরকারী টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ রবিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, সহকারী অধ্যাপক মোশারফ হোসেন ও সহকারী প্রধান শিক্ষক আবু ইমরার গাজী।