ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

প্রীতি ফুটবল ম্যাচ খেলবে সাবেক জাতীয় ফুটবল দল

প্রকাশিত: ০৮:১৫, ৫ অক্টোবর ২০১৯

প্রীতি ফুটবল ম্যাচ খেলবে সাবেক জাতীয় ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার পালিত হবে ওয়ার্ল্ড সেরেবরাল পালসি ডে। এ উপলক্ষে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আর্টিফিসিয়াল টার্ফে দুপুর বেলা দেড়টায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি সাবেক জাতীয় ফুটবল দল বনাম সিপি ফুটবল খেলোয়ড়ের মধ্যে অনুষ্ঠিত হবে। বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন এই প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি এবং নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মশিউর রহমান, এনডিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
×