ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি ডাঃ মাইদুল, সম্পাদক রফিক

প্রকাশিত: ১৩:০৩, ২৩ সেপ্টেম্বর ২০১৯

ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা  কল্যাণ সমিতির  সভাপতি ডাঃ মাইদুল,  সম্পাদক রফিক

অধ্যাপক ডাঃ এজেডএম মাইদুল ইসলাম সভাপতি এবং প্রকৌশলী রফিকুল ইসলাম রফিককে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে সমিতির সাধারণ সভা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। শিবগঞ্জবাসীর এ মিলনমেলায় শিবগঞ্জ কল্যাণ সমিতির খসড়া গঠনতন্ত্র উপস্থাপন এবং মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ডাঃ অধ্যাপক এজেডএম মাইদুল ইসলাম। কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন: সিনিয়র সহ-সভাপতি পদে প্রফেসর আব্দুল হামিদ, ড. কাজী ইমদাদুল হক, কমোডর (অব) এমএ রউফ, ডাঃ আবু বক্কর সিদ্দিক, প্রকৌশলী নুরুল আমিন চৌধুরী, সানজিদা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মসিহুর রহমান, কোষাধ্যক্ষ পদে এজেডএম শামসুজ্জোহা, দফতর সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ মিঠুন মিয়া, প্রচার সম্পাদক আব্দুল আলীম, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক হাসেমুজ্জামান, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা হায়দার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দিদারুল আলম, বিজ্ঞান তথ্যপ্রযুক্তি ও কারিগরি বিষয়ক সম্পাদক প্রকৌশলী নুর আলম (সুমন), কৃষি মৎস্য ও পশু পালন বিষয়ক সম্পাদক ডাঃ শরণ কুমার সাহা চৌধুরী, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রকৌশলী এএনএম গোলাম মোস্তফা এবং আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাকিল উদ্দিন। নির্বাহী সদস্যবৃন্দ হলেন, প্রফেসর ডাঃ ছানোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডাঃ আহসান হাবীব, প্রকৌশলী রওশন আলী, নজরুল ইসলাম, সজিব চৌধুরী, আবু রায়হান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রপিক্যাল হোমস লিমিটেডের চেয়ারম্যান ডাঃ রিজাউল করিম সান্না, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন টুটুল, ইঞ্জিনিয়ার আবদুল মোনায়েম চৌধুরী, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহ মোহাম্মদ মুসা, সাবেক সচিব প্রকৌশলী আবুল কালাম আজাদ, সাবেক বিচারপতি শহিদুল ইসলাম, লে: কর্নেল (অব) রেজাউল ইসলাম চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি পিএইডি, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. উদয় কুমার মহন্ত, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অতিরিক্ত রেজিস্ট্রার (অর্থ) সাবিহা সুলতানা, দুর্নীতি দমন কমিশনের পরিচালক বেনজির আহম্মেদ, যুগ্ম কর কমিশনার রওশন আক্তার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক আবদুল হাই সিদ্দিক সরকার, প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রোগ্রামার এনামুল হক কান্দু প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন শিবগঞ্জের শিল্পী জোবায়ের হোসেন রনি এবং তার ব্যান্ড । -বিজ্ঞপ্তি।
×