ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্মৃতিকথামূলক বই লিখেছেন স্লোডেন

প্রকাশিত: ০৮:৫৯, ২২ সেপ্টেম্বর ২০১৯

স্মৃতিকথামূলক বই লিখেছেন স্লোডেন

এডওয়ার্ড স্লোডেন দাবি করেছেন, মার্কিন এ্যাটর্নি জেনারেল বার তার বই সেরা বিক্রিত হতে সহায়তা করছেন। বৃহস্পতিবার রাতে ‘ডেইলি শো উইথ ট্রেভর নোয়া’ অনুষ্ঠানে হঠাৎ টেলিভিশনের পর্দায় হাজির হন স্লোডেন। নিজের লেখা ‘পার্মানেন্ট রেকর্ড’ সম্পর্কে জানাতে অনুষ্ঠানে আসেন। জাতীয় নিরাপত্তা সংস্থার সাবকন্ট্রাক্টর পরবর্তীতে সাড়া জাগানো ব্যক্তিত্বে পরিণত হওয়া স্লোডেন ২০১৩ সাল থেকে নির্বাসিত জীবন যাপন করছেন। মার্কিন সরকার জনগণের ওপর নজরদারি করছে- এ বিষয়টি প্রকাশ করার পর তার ওপর খড়্গ নেমে আসে। তার নতুন বইয়ে স্লোডেন নজরদারির বিষয়ে সরকারের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং ২০১৩ সালের পর ঘটনা কিভাবে মোড় নিয়েছে সেটাও তুলে ধরেন। গত ১৭ সেপ্টেম্বর তার এ বইটি উন্মোচন করা হয়। আর একই দিনে মার্কিন বিচার বিভাগ স্লোডেনের বিরুদ্ধে মামলা করে। মামলা করার পদক্ষেপের বিষয়টি সরকারের জন্য হিতে বিপরীত হতে পারে, কারণ স্লোডেন দাবি করেছেন, এটা শুধু তার বই বিক্রিতে সহায়তা করেছে। স্লোডেন বলেন, ‘বইটি যথেষ্ট মনোযোগ আকর্ষণ করতে পারছিল না। এটি তালিকায় ২৫তম অবস্থানে ছিল এবং এরপর সরকার বলল, তুমি জান যে, আমরা চাই না যে, তুমি বইটি পড়।’ তিনি দাবি করেন, মামলা করার ফলে বইটির প্রতি আকর্ষণ চলে আসে এবং সর্বোচ্চ বিক্রির বইয়ের তালিকায় প্রথমে চলে আসে। স্লোডেন বলেন, ‘বস্তুতপক্ষে এখন আমরা সব জায়গায়ই প্রথম অবস্থানে আছি। সুতরাং আমি ধারণা করছি, আপনি বলতে পারেন যে, এ্যাটর্নি জেনারেলই আমার বইয়ের বিক্রি বাড়ানোর জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।’ এখানে উল্লেখ্য, এই মামলাটি নতুন বই বিক্রি বন্ধের চেষ্টার অংশ নয়, বরং বই বিক্রি থেকে যে অর্থ আয় হবে সেটা নেয়ার জন্যই। -ওয়েবসাইট
×