ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিনামূল্যে চক্ষু চিকিৎসা

প্রকাশিত: ০৯:৩৬, ১০ সেপ্টেম্বর ২০১৯

 বিনামূল্যে চক্ষু চিকিৎসা

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৯ সেপ্টেম্বর ॥ গোপালগঞ্জসহ চার জেলার সুবিধা বঞ্চিত এক হাজার জন বিনামূল্যে পেল আধুনিক চক্ষু চিকিৎসা। সোমবার চুনখোলা সত্য বিদ্যা নিকেতনে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও অরবিস দিনব্যাপী ডায়াবেটিক রেটিনোস্ক্রিনিং ক্যাম্প করে গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা ও নড়াইল জেলার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর ডায়াবেটিস ও চক্ষু রোগের সেবা প্রদান করে। পরে হাসপাতালের পক্ষ থেকে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ কামারখন্দে জামতৈল রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ে প্রশাসন। জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় প্রায় ২শ’টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেল বিভাগের পরিকল্পনা অনুসারে সরকারী রাজস্ব আদায়ের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে আগামী সপ্তাহে এই এলাকায় অবৈধ দখলমুক্ত জায়গা ১শ’ ৪৩ জন লিজ গ্রহিতাদের মধ্যে প্লট বরাদ্দ দেয়া হবে।
×