ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘এটা এক বিশাল ব্যাপার’

মহাকাশ যুদ্ধে নয়া কমান্ডের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত: ০৮:৪৮, ৩১ আগস্ট ২০১৯

  মহাকাশ যুদ্ধে নয়া কমান্ডের  ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিস থেকে হোয়াইট হাউস রোজগার্ডেনে স্বল্প সময়ের জন্য পরিদর্শনে গিয়ে অসীম ও পরবর্তী মহাকাশের জন্য মহাশূন্য যোদ্ধাদের একটি স্পেস বাহিনী অবমুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। গার্ডিয়ান। চীনা ও রুশ উপগ্রহ বিধ্বংসী অস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলবে এ বাহিনী। এবং মানুষের জন্য এটি হবে এক ক্ষুদ্র পদক্ষেপ, কিন্তু ট্রাম্প প্রশাসনের জন্য হবে এক বিশাল পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট বছরের এ উষ্ণতম সময়ে প্রখর রোদে সামরিক বাহিনীর মধ্যে একটি স্পেস কমান্ড গঠনের লক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সুস্পষ্টভাবে বলতে গেলে স্পেস কমান্ডের পুনর্গঠনের অংশ হিসেবে ২০০০ সালে এর আগের কাঠামোর সমাপ্তি টানা হয়। ট্রাম্প জোর দিয়ে বলেন, পরবর্তী যুদ্ধ ব্যবস্থার জন্য এটি এক বিশাল পরিকল্পনা এবং আমি মনে করি, প্রত্যেকের কাছে তা হবে স্পষ্টত চমৎকার। তিনি বলেন, এ পরিকল্পনা কিছুটা স্বপ্নবৎ হলেও পুরোটাই মহাকাশ সম্পৃক্ত এবং শোরগোলের সৃষ্টি করবে। ট্রাম্প, মনে হচ্ছে, অন্য কোন গ্রহের হুমকির বিষয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, আমাদের দেশের জন্য বিপদ রয়েছে সর্বক্ষণিক এবং তাই, আমরা অবশ্য এর বিরুদ্ধে দাঁড়াব। যারা বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে চায় এবং সুউচ্চ মহাকাশে আমাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়তে চায় তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। বিষয়টা পুরোটাই এক পৃথক বলগেমে পরিণত হতে যাচ্ছে। ট্রাম্প অন্য দেশের জন্য যুদ্ধের প্রতি বা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইচ্ছা দেখিয়েছেন অত্যন্ত কম। প্রত্যাশা রয়েছে, মহাকাশ কমান্ডের কর্মকান্ডে থাকবে উপগ্রহভিত্তিক নৌচলাচল সামর্থ্য ও রণাঙ্গনে সৈন্যদের জন্য যোগাযোগ ব্যবস্থা, থাকবে অন্যরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সতর্কতা এবং চীনা ও রুশ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্রের তৎপরতার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা। নৌবাহিনীর নীল রং স্যুট, সাদা শার্ট ও লাল টাই পরিহিত ট্রাম্প প্রত্যয়ীভাবে অগ্রসর হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত না করলেও মহাকাশে আমেরিকার প্রতিদ্বন্দ্বীদের আগ্রাসনের নিরুৎসাহিত করেছেন সাহসের সঙ্গে। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, তার মহাকাশ বাহিনীর কাজ শীঘ্রই শুরু হবে। অনুষ্ঠানে তার সমর্থকদের মাথায় ছিল হ্যাট ও গায়ে টি-শার্ট, কিন্তু সমালোচক ও কমেডিয়ানরা ব্যঙ্গত্ব প্রকাশ করেছেন। ট্রাম্প বলেন, মহাকাশ যোগাযোগ ব্যবস্থা শীঘ্রই চালু করা হবে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ষষ্ঠ শাখা হবে এ মহাকাশ বাহিনী। বাস্তবে এ মহাকাশ বাহিনীর অনুমোদন এখনও দেয়নি কংগ্রেস। দুই কক্ষে বিলটি নিয়ে কিছু মতভেদ রয়েছে। মোটের ওপর ট্রাম্পের স্বর তারকা যুদ্ধের ডার্থ ভেডাবের মতো ততটা প্রত্যয়ী ছিল না। প্রেসিডেন্ট বলেন, স্পেস কম নিশ্চিত করবে যে, মহাকাশে আমেরিকার প্রভাব কখনও প্রশ্ন ও হুমকির সম্মুখীন হবে না। কারণ, আমরা জানি, সংঘাত প্রতিরোধের সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে বিজয় অর্জনের জন্য প্রস্তুতি গ্রহণ। বৃহস্পতিবারের ১০ মিনিটের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার ও জেনারেল র‌্যামন্ড। জেনারেল র‌্যামন্ড হবেন মার্কিন স্পেস কমান্ডের প্রথম কমান্ডার। তিনি বর্তমানে এয়ারফোর্স স্পেস কমান্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ট্রাম্পকে একটি স্মারকচিহ্ন উপহার দেন এবং প্রশংসার সঙ্গে বলেন, এ স্পেস ওয়ারফাইটারদের পক্ষে থেকে নেতৃত্বের জন্য আপনাকে ধন্যবাদ। ট্রাম্প পৃথিবীর শক্তিধর প্রেসিডেন্ট হওয়ার পর এর আগে সম্ভাব্যত এতটা আন্তরিকতাবোধ করেননি। তিনি র‌্যামন্ডের ধন্যবাদের জবাবে বলেন, এটা তো বেশ প্রশংসা হয়ে গেল। আপনাাকে অত্যন্ত ধন্যবাদ। এ সঙ্গে তিনি দাঁড়ান।
×