ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাই বলে ৩০০ মিলিয়ন?

প্রকাশিত: ১২:২১, ২২ আগস্ট ২০১৯

তাই বলে ৩০০ মিলিয়ন?

স্পোর্টস রিপোর্টার ॥ এক সময়ে স্ট্রাইকারদের মূল্যায়নটা বেশি ছিল। অন্য সব খেলোয়াড়দের চেয়ে আর্থিকভাবেও বেশি পারিশ্রমিক পেতেন তারা। কিন্তু সময় বদলেছে। ফুটবলার মানেই এখন কাড়ি কাড়ি টাকা। হোক গোলরক্ষক কিংবা রক্ষণসৈনিক। বর্তমান দলবদলের মার্কেটে খেলোয়াড় কেনার জন্য বস্তা বস্তা টাকা ঢালছে ক্লাবগুলো। এই হিসেবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মূল্য দাঁড়াতো ৩০০ মিলিয়ন ইউরো! হ্যাঁ, জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টার নিজেই জানিয়েছেন তা। তবে রোনাল্ডো কিন্তু বিষয়টাকে অবজ্ঞার চোখে দেখছেন না। বরং ফুটবলের জন্যই তা ভাল বলে মন্তব্য করেছেন সিআর সেভেন।
×